ETV Bharat / state

নেতাজির অবদান ভোলা যাবে না, ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজি স্মরণ শাহর

author img

By

Published : Feb 19, 2021, 2:38 PM IST

দু'দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গতকাল একাধিক কর্মসূচি ছিল তাঁর । সাগর ও কপিলমুনি আশ্রমে যান । সেখান থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন । আজ ন্যাশনাল লাইব্রেরির স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নেন তিনি । সেখানেই নেতাজি থেকে ক্ষুদিরাম বসু, ঋষি অরবিন্দ-র মতো মনীষীদের কথা স্মরণ করেন তিনি ।

অমিত শাহ
অমিত শাহ

কলকাতা, 19 ফেব্রুয়ারি : "নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে । কিন্তু নেতাজির অবদান কোনওদিন ভোলা যাবে না । নেতাজি সুপ্রশাসক ছিলেন । তাই তাঁর 125 তম জন্মবার্ষিকী পালন করছে কেন্দ্র । " জাতীয় গ্রন্থাগারের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে এভাবেই নেতাজিকে স্মরণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

দু'দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গতকাল একাধিক কর্মসূচি ছিল তাঁর । সাগর ও কপিলমুনি আশ্রমে যান । সেখান থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন । আজ ন্যাশনাল লাইব্রেরির স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নেন তিনি । সেখানেই নেতাজি থেকে ক্ষুদিরাম বসু, ঋষি অরবিন্দ-র মতো মনীষীদের কথা স্মরণ করেন তিনি ।

নেতাজির মতো দেশনায়কের থেকে যুব সমাজকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন শাহ । বলেন,"নেতাজির জীবনী প্রত্যেকের পড়া উচিত । নেতাজির জীবনদর্শন থেকে যুব সমাজের শিক্ষা নেওয়া দরকার আছে । " তিনি আরও বলেন, "নেতাজি যদি কেরিয়ারের কথা ভাবতেন, তাহলে আজ আজান্দ হিন্দ ফৌজের গৌরবময় ইতিহাস থাকত না । স্বাধীনতা আন্দোলনেই বা কে প্রেরণা দিতেন?"

আরও পড়ুন, অখণ্ড ভারতের কথা মনে রাখতে হবে, বিশ্বভারতীর সমাবর্তনে বললেন মোদি

নেতাজির পাশাপাশি তিনি ক্ষুদিরাম বসু, ঋষি অরবিন্দ-র মতো মনীষীদের স্মরণ করেছেন । ক্ষুদিরাম বসু সম্পর্কে বলেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ওঠা সহজ নয় । প্রত্যেকের বলিদানে আজ দেশ স্বাধীন হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.