ETV Bharat / state

Netaji Birth Anniversary: ভেদাভেদ চাননি নেতাজি, বর্তমান সমাজকে সেই আর্দশ অনুসরণের ডাক বিশিষ্টদের

author img

By

Published : Jan 23, 2023, 10:02 PM IST

ETV Bharat
নেতাজি রিসার্চ ব্যুরোর অনুষ্ঠান

নেতাজির 126তম জন্ম বার্ষিকী উপলক্ষে সোমবার এক আলোচনা সভার আয়োজন করে নেতাজি রিসার্চ ব্যুরো Netaji Research Bureau) ৷ সেখানে উঠে আসে নেতাজির আদর্শ ও বর্তমান সমাজের কথা ৷

নেতাজি রিসার্চ ব্যুরোর অনুষ্ঠানে বিশিষ্টরা

কলকাতা, 23 জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি আজাদ হিন্দ বাহিনীতে স্থান পেতেন সংখ্যালঘুরা । কোনও ভেদাভেদের রাজনীতিতে বিশ্বাস ছিল না তাঁর । সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) 126তম জন্মবার্ষিকীতে তাঁর সম্পর্কে এমনই মন্তব্যই শোনা গেল বিশিষ্টদের মুখ থেকে । সোমবার নেতাজি জয়ন্তী উপলক্ষে তাঁর এলগিন রোডের বাড়িতে নেতাজি রিসার্চ ব্যুরোর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজির প্রপৌত্র সুগত বসু, আজাদ হিন্দ ফৌজের প্রথম সারির সৈনিক আবিদ হাসানের ভাগ্নি প্রফেসর ইসমাত মেহেদী এবং সাহিত্য সমালোচক ও শিক্ষাবিদ গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ।

নেতাজি সুভাষচন্দ্র বসু ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নিয়ে এদিনের অনুষ্ঠানে একাধিক ছবিও দেখানো হয় । তবে এই আলোচনাসভায় এদিন উঠে আসে রাজনীতির মঞ্চে সমানাধিকারের কথা ৷ এদিনের অনুষ্ঠানের বক্তাদের মতে, যুব প্রজন্মের উচিত নেতাজির আদর্শকে মেনে চলে সমানাধিকার দিয়ে রাজনীতি করা । এই বিষয়ে আলোচনা করতে গিয়ে উঠে আসে বেশকিছু তথ্য । তার মধ্য অন্যতম ছিল নেতাজির আজাদ হিন্দ ফৌজের কথা । বক্তারা স্মরণ করিয়ে দেন সুভাষচন্দ্র বসুর তৈরি এই বাহিনীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ যোগ দিয়েছিলেন । সমস্ত শ্রেণির মানুষকে সমানাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন নেতাজি ।

আরও পড়ুন: কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বিস্ফোরক অমর্ত্য সেন

অধিকাংশ দেশবাসীর কাছেই নেতাজি একজন আদর্শ । তাঁর প্রতি আমজনতার শ্রদ্ধা ও সম্মান-দুই অসীম । কিন্ত তাঁর আদর্শেই যদি দেশ বিশ্বাসী হয় তাহলে কেন বর্তমান সমাজ ও রাজনীতিতে উঠে আসছে জাত ও ধর্মের ভেদাভেদের কথা ? তাহলে কোথায় সমানাধিকার ? এই প্রসঙ্গ এদিন উঠে আসে এদিনের আলোচনা সভায় ৷ এই প্রসঙ্গে সাহিত্য সমালোচক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক বলেন,"নিচু তলার মানুষদের নিয়ে সমাজে আরও বেশি কাজ হাওয়া দরকার । একটা দেশের গণতন্ত্রের বেশির ভাগটাই নির্ভর করে সংখ্যালঘুদের অবস্থার ওপর । মানুষ যতই গরিব হোন না কেন তাঁকেও অন্যদের মতো গুরুত্ব দেওয়া উচিত ।"

এই প্রসঙ্গে ইসমাত মেহেদী বলেন,"আমাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা নামমাত্র গুরুত্ব পান ৷ কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে তাঁদেরকেই । আমার মনে হয় যুব সমাজের উচিত নেতাজির আদর্শ মেনে চলা ।" নেতাজির প্রপৌত্র সুগত বসুর মতে, নেতাজি হিন্দু-মুসলিম-শিখ-বৌদ্ধ সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছিলেন । সেই আদর্শই সকলকে অনুসরণ করতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.