ETV Bharat / state

Narada case : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হাইকোর্টে আবেদন মমতার

author img

By

Published : Jun 28, 2021, 4:24 PM IST

narada-case
narada-case

আগামীকাল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে নারদ মামলার শুনানি রয়েছে । তার আগে হলফনামা গ্রহণ করতে হবে আদালতকে ।

কলকাতা 28 জুন : নারদ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টে হলফনামা দেওয়ার জন্য নতুন করে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক । কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চকে এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা গ্রহণ করতে গত 25 জুন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । আগামীকাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে নারদ মামলার শুনানি রয়েছে । তার আগে হলফনামা গ্রহণ করতে হবে আদালতকে ।

গত 17 মে নারদ মামলায় সিবিআই গ্রেফতার করে রাজ্যের চার হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে । সিবিআই বিশেষ আদালত এই চারজনের জামিন মঞ্জুর করলেও ওই দিন রাতেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে । পরে এই মামলার শুনানির জন্য কলকাতা হাইকোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ গঠিত হয় ।

সিবিআই কলকাতা হাইকোর্টে এই চার নেতার জামিন সংক্রান্ত বিষয়ের পাশাপাশি নারদ মামলা এ রাজ্য থেকে সরানোর আবেদন জানিয়েছিল । পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ পরে এই চার নেতার জামিন মঞ্জুর করে । কিন্তু নারদ মামলা রাজ্য থেকে সরবে কি না সেই বিষয়ে এখনও নিষ্পত্তি হয়নি । সেই বিষয়ের উপর কলকাতা হাইকোর্টে শুনানি চলছে । সিবিআই এই মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটককে পার্টি হিসেবে যুক্ত করলেও তাঁরা মামলার শুনানিতে নিজেদের বক্তব্য হলফনামা দিয়ে জানানোর আর্জি জানিয়েছিলেন ৷

আরও পড়ুন : Justice Rajesh Bindal removal : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণের দাবি, বার-চেয়ারম্য়ানের চিঠিতে রাজনীতি দেখছে বিজেপি

কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ সেই হলফনামা গ্রহণ করেনি । বাধ্য হয়ে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী মলয় ঘটক সুপ্রিম কোর্টে আবেদন জানান । গত 25 জুন তাঁদের হলফনামা হাইকোর্ট যাতে গ্রহণ করে সেই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.