ETV Bharat / state

Nabanna on Madhyamik Examination: জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিকের জন্য নবান্নের 19 দফা নির্দেশিকা

author img

By

Published : Feb 23, 2023, 3:11 PM IST

Madhyamik Examination 2023
নবান্ন

বৃহস্পতিবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৷ পরীক্ষা যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, তার জন্য নির্দেশিকা জারি করেছে নবান্ন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন (Nabanna guideline over Madhyamik Examination) ৷

কলকাতা, 23 ফেব্রুয়ারি: বৃহস্পতিবা থেকে শুরু হল 2023 সালের মাধ্যমিক পরীক্ষা ৷ পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা চলাকালীন অতিমাত্রায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করল রাজ্য সরকার ৷ অতীত থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার নতুন করে কোনও বিতর্কে জড়াতে চাইছে না ৷ আর সে কারণে মাধ্যমিক শুরুর দিন 19 দফা নির্দেশিকা জারি করে জেলা থেকে শহর প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিল নবান্ন ৷ ইতিমধ্যে নবান্নের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাগুলির সঙ্গে প্রস্তুতি বৈঠক করেছেন ৷ বৃহস্পতিবার পরবর্তী পদক্ষেপে পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধের মুখে না-পড়তে হয়, তা নিশ্চিত করতে নির্দেশিকা জারি করলেন তিনি ৷

উল্লেখ্য, এদিন নবান্নের তরফে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, প্রশ্নপত্র নেওয়ার সময় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে ৷ একইসঙ্গে পরীক্ষার পর উত্তরপত্র সঠিক জায়গায় পৌঁছনো পর্যন্ত পুলিশকে নিরাপত্তা দিতে হবে ৷ একইভাবে পরীক্ষা চলাকালীন যাতে কোনওভাবে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা না হয়, সেদিকে নজর রাখতে হবে জেলাশাসক এবং পুলিশ সুপারদের ৷ যদি কোথাও এই ধরনের কোনও সমস্যা হয়, তাতে কালক্ষেপ না-করে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছে নবান্ন ৷

আরও পড়ুন: Mamata Copter Gesture: মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে মর্মাহত মুখ্যমন্ত্রী, মৃতের মায়ের চিকিৎসায় নিজের হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ

একই সঙ্গে নবান্নের পক্ষ থেকে পরীক্ষা চলাকালীন লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে সাদা পোশাকের পুলিশ রাখার কথা জানানো হয়েছে ৷ যাতে ছাত্রছাত্রীরা কোনও ধরনের অসৎ উপায় অবলম্বন না-করতে পারে, তার জন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিওদের মধ্যে সমন্বয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে ৷ জীবনের প্রথম পরীক্ষা দিতে এসে ছাত্রছাত্রীরা যাতে অসুবিধেয় না পড়ে, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে ৷

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে, মাথা ঠান্ডা করে জীবনের এই প্রথম বড় পরীক্ষা যাতে ভালো ফল করা যায়, তার জন্য প্রয়াস চালাতে বলেছেন । একইসঙ্গে পরীক্ষা খারাপ হলে মন খারাপ হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি ৷ কারণ আগামীতে প্রত্যেকের জীবনে আরও অনেক সুযোগ আসবে ৷ তাই ভালো ফল করার সুযোগ থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.