ETV Bharat / state

Laxmi Puja 2023: মূর্তি কেনায় বিমুখ ক্রেতারা, লক্ষ্মীলাভে ধন্ধে পটুয়া পাড়ার মৃৎ শিল্পীরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 6:46 PM IST

Laxmi Puja 2023 News
Laxmi Puja 2023

প্রতিমার দাম অনেক ৷ সবকিছুর দাম বেড়ে যওয়ায় মূর্তি কেনার চল কমে গিয়েছে ৷ তাই অনেক পরিবারই এখনও ছবিতে লক্ষ্মীপুজো সারছেন ৷ এমনটাই মনে করছেন পটুয়া পাড়ার মৃৎ শিল্পীরা ৷

কলকাতা, 28 অক্টোবর: বর্তমানে বাজারের যা অবস্থা তাতে ধনদেবী লক্ষ্মীর আরাধনা করতে গেলে খসাতে হচ্ছে মোটা টাকা । মূর্তি থেকে পুজোর সরঞ্জাম, ফল, ফুল বা ভোগের সবজি এখন আকাশকুসুম দাম । ফলে সাধারণ ঘরে সাড়ম্বরে লক্ষ্মী পুজো করা এখন অসম্ভব বিষয় । তাই নিয়মরক্ষায় যে যেমন পেরেছেন তেমন ভাবেই খরচে লাগাম দিয়েছেন ।

Laxmi Puja 2023 News
তাতেও খুব ভালো বিক্রি হচ্ছে এমন নয়

বেশ কয়েক বছর সব জিনিসের মতই লক্ষ্মী মূর্তির দাম আকাশছোঁয়া । ফলে মূর্তির পরিবর্তে অনেকেই বাধ্য হয়ে এবার পুজোর কাজ সারছেন ছবি বসিয়ে । আর সেই ধাক্কায় লক্ষ্মীলাভের আশা ক্ষীণ হয়েছে পটুয়া পাড়ায় । তাদের এখন মূল ভরসা সর্বজনীন পুজো কমিটি । বাড়ির পুজোয় মূর্তি কেনার লোক কমেছে । যারা কিনছেন তাদের অধিকাংশ এক্কেবারে পয়লা বৈশাখে পুজো দেওয়ার মত প্রায় ছোট মূর্তি কিনছেন । সেটাও বেশ দামী । আর বড় মূর্তি বলতে দুই থেকে তিন ফুট বা চার ফুটের দামেই হাত পুড়ছে ক্রেতাদের । ফলে অধিকাংশ ক্রেতা ছোট মূর্তি না-হলে বিকল্প পথ হিসেবে ছবিকেই পুজো করছেন।

Laxmi Puja 2023 News
প্রতিমার দাম অনেক

কুমোরটুলি থেকে মুসিবাজার বা কালীঘাট অন্যবারগুলির তুলনায় এবার ছবিটা এক্কেবারে অন্যরকম । আগে পুজোর আগের দিন চারদিকে উপচে পড়ত প্রতিমা কেনায় । ক্রেতাদের আনাগোনায় পথ চলা দুষ্কর হতো । রাতভর জেগে চলত ব্যবসা । তবে সেসব এখন নেই ৷ এবছর শিল্পীরাই সংখ্যায় কম মূর্তি বানিয়েছেন । কারণ বছর কয়েকের ট্রেন্ড দেখে মৃৎ শিল্পীদের একাংশ বলছেন, খরচ বাড়ায় দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে উপায় নেই । তবে মূর্তি ছাড়াও ঠাকুরের সাজ থেকে সবজি ফল ফুল সবকিছুর দাম বাড়ায় ক্রেতারা অনেকেই এর বিকল্প ছবি কিনে পুজো করতে শুরু করেছেন ।

Laxmi Puja 2023 News
ছবি এখন ভরসা

তাতেও খুব ভালো বিক্রি হচ্ছে এমন নয় । ফলে লক্ষ্মী মূর্তি বিক্রি করে লাভের মুখ দেখা এখন দুষ্কর । কম সংখ্যায় বানিয়েও পড়ে রয়েছে অনেক মূর্তি । অন্য দিকে লক্ষ্মীপুজো এলেই দিন কয়েক ক্রেতাদের ভির উপচে পড়ত ঠাকুরের জামার দোকানগুলিতে । তাদের মুখেও সেই একই কথা । বিক্রি বাট্টা কমেছে । ঘাগড়া থেকে শাড়ী, মুকুট, চুল যেমন কার তেমন পড়ে আছে । লোকজন এখন মূর্তি কিনছে কম তাই এসব সাজ পোশাক দরকার পড়ছে না ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পৌঁছে যেতেই আধঘণ্টা আগে শুরু কার্নিভাল, দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.