ETV Bharat / state

কাকুর কণ্ঠস্বর নিতে লাগল 6 মাস, পিসির মুখ বন্ধ করতে কত সময় লাগবে ? ব্রিগেডে মমতাকে বিঁধলেন সেলিম

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 5:26 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Mohammed Salim in Brigade: ব্রিগেডে ডিওয়াইএফআইয়ের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন মহম্মদ সেলিম ৷

কলকাতা, 7 জানুয়ারি: ব্রিগেডের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে দুর্নীতি নিয়ে বিঁধলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ রবিবার ডিওয়াইএফআইয়ের সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তাঁর প্রশ্ন, "একটা কাকুর গলার আওয়াজ নিতে লেগে গেল 6 মাস ৷ তাহলে পিসির মুখ বন্ধ করতে কত সময় লাগবে ?" এ দিন বামেদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে আত্মবিশ্বাসের সুরে সেলিম বলেন, "পঞ্চায়েতে ট্রেলার দেখিয়েছি, লোকসভায় ফাইনাল দেখাব ৷"

ব্রিগেডের সভা থেকে 'নতুন যৌবনের দূতের' জয়গান গেয়েছেন মহম্মদ সেলিম ৷ তাঁর কথায়, "হক চাইতে গেলে ধক লাগে ৷ আর ডিওয়াইএফআই সেটা করে দেখিয়েছে ৷" যদিও এখনও অনেকটা পথ হাঁটতে হবে বলে মনে করিয়ে দেন সেলিম ৷ এই ব্রিগেড থেকে নতুন শপথ নিয়ে তা গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেওয়ার বার্তা দেন তিনি ৷

দুর্নীতির অভিযোগে শাসকদলকে একহাত নিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক এ দিন বলেন, "নীল-সাদা রং করে আমাদের ভুলিয়ে দিতে চেয়েছিল । এখন সেই রং ফিকে হয়ে হয়েছে । কত পেলে কত খেলে তার হিসেব বাংলার মানুষকে দিতে হবে । মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করে বামপন্থাকে আটকানো যায় না । যায়নি ।" সেলিমের তোপ, "ওরা বলেছিল, লাল হঠাও দেশ বাঁচাও ৷ লাল হঠেছে, দেশ বাঁচেনি ৷ তাই দেশকে মজবুত করতে হলে মজবুত করতে হবে লালকে ৷"

এ দিন বিজেপির বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানিয়েছেন মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, "কেউ কেউ বলেছিল নবান্নকে সরাতে 56 (ইঞ্চি) লাগবে ৷ তারা এখন বলছে 356 (ধারা) লাগবে ৷ আমরা বলছি, আপনাদের মুষ্টি হাত তুলে ধরুন । বাংলার মানুষকে বাঁচাতে হিল্লি-দিল্লি লাগবে না ৷" সেলিমের কথায়, "যদি কাস্তেটাতে শান দেন, তবেই ধান বাঁচবে ৷ হবে লড়াই ৷ হাতুড়িটাকে ভুলবেন না । বাংলাকে মিজোরাম হতে দেব না । মণিপুর হতে দেব না । বুলডোজার রাজনীতিকে পরাস্ত করতে হবে ।"

বামেদের জন্য ভবিষ্যতে সুদিনের স্বপ্ন দেখিয়ে মহম্মদ সেলিম বলেন, "ইনসাফ যাত্রা ব্রিগেডে এসে শেষ হয়ে যায়নি ৷ এই ব্রিগেড থেকে নতুন শপথ নিয়ে, গ্রামে গঞ্জে, গলিতে, আলপথ বেয়ে ইনসাফের লড়াই জারি রাখা হবে ৷ যৌবনের দূত, বাংলায় ভূতকে তাড়াবে, বাংলার পুনর্জাগরণ বামপন্থাই ঘটাবে ৷"

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও চাঁছাছোলা ভাষায় সরব হয়েছেন মহম্মদ সেলিম ৷

আরও পড়ুন:

  1. 'মাঠের দখল নিতে এসেছি', ব্রিগেড থেকে তৃণমূল-বিজেপিকে চ্যালেঞ্জ মীনাক্ষীর; নজর লোকসভায়
  2. একদা সন্ত্রাসের বদ্ধভূমি থেকে লাল ঝান্ডা কাঁধে ব্রিগেডে অরবিন্দ নায়েকরা
  3. অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ব্রিগেডে বামেদের মঞ্চে পাঠানো উচিত প্রধান বিচারপতির, বিস্ফোরক কুণাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.