ETV Bharat / state

Mock Drill at M R Bangur: করোনা প্রস্তুতি বুঝে নিতে রাজ্যের 31 হাসপাতালে মক ড্রিল

author img

By

Published : Apr 11, 2023, 4:00 PM IST

Mock Drill at M R Bangur Super Speciality Hospital to Check Covid Management Preparation
এম আর বাঙ্গুরে মক ড্রিল

কেন্দ্রের নির্দেশ মেনে মঙ্গলবার রাজ্য়ের 31টি হাসপাতালে মক ড্রিল করানো হল ৷ করোনা মোকাবিলায় হাসপাতালগুলি কতটা প্রস্তুত, তা জানতেই এই উদ্যোগ ৷ মক ড্রিল হল এম আর বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতালেও ৷

করোনা মোকাবিলার প্রস্তুতি

কলকাতা, 11 এপ্রিল: কোভিড মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্যগুলি ? বাস্তব পরিস্থিতি জানতে সব রাজ্যের হাসপাতালগুলিকে 'মক ড্রিল' করানোর নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই নির্দেশ মেনে মঙ্গলবার সকালে মক ড্রিল করা হল রাজ্যের অন্তত 31টি হাসপাতালে ৷ তালিকায় ছিল কলকাতার এম আর বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতাল, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল এবং বেলেঘাটা আইডি হাসপাতাল ৷

এ ম আর বাঙ্গুর হাসপাতালে মক ড্রিলের আয়োজন করা হয় সকালে ৷ উপস্থিত ছিলেন হাসপাতালে সুপার শিশির নস্কর ও স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি ৷ কোভিড মোকাবিলায় যেসব চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয়, এদিন সেগুলি পরীক্ষা করেও দেখা হয় ৷ ডা. শিশির নস্কর জানান,"আমরা 40টি সিসিইউ শয্যা, 10টি জরুরি বিভাগের শয্যা এবং আরও 40টি জেনারেল বিভাগের শয্যা কোভিডের জন্য প্রস্তুত রাখছি ৷ এছাড়া, স্বাস্থ্য ভবন থেকে কোভিড মোকাবিলার জন্য বেশ কিছু দামি যন্ত্রপাতি দেওয়া হয়েছিল, সেগুলিও তৈরি রাখা হয়েছে ৷"

উল্লেখ্য, অতিমারির বাড়বাড়ন্তের সময় রাজ্যের অন্যতম কোভিড হাসপাতাল ছিল এম আর বাঙ্গুর ৷ কিন্তু, এখন করোনা অনেকটাই নিয়ন্ত্রণে ৷ তবে, যদি আবার ভাইরাসের দাপট শুরু হয় ? তখন কী হবে ? সেই পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা হাসপাতালের আছে তো ? জবাবে স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি জানান, "আমরা প্রস্তুত রয়েছি ৷ যদি আবারও আগের পরিস্থিতি তৈরি হয়, যদিও তার সম্ভাবনা খুবই কম, তাহলেও আমাদের ব্যবস্থাপনা থাকছে ৷ সংশ্লিষ্ট 40টি শয্যা কীভাবে ব্যবহার করা হবে, মেশিনগুলি ঠিক আছে কিনা, সবই আমরা খতিয়ে দেখছি ৷"

আরও পড়ুন: স্বাস্থ্য ভবনে বৈঠক, করোনা মোকাবিলায় মকড্রিল হাসপাতালগুলিতে

প্রসঙ্গত, সম্প্রতি দেশের নানা প্রান্তে নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনাভাইরাস ৷ তার জেরেই রাজ্যগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র ৷ এর আগে গত বছরের ডিসেম্বর মাসে রাজ্যের হাসপাতালগুলিতে মক ড্রিল করানো হয়েছিল ৷ একজন করোনা আক্রান্ত বা সম্ভাব্য কোভিড রোগী হাসপাতালে এলে কী কী ব্যবস্থা নেওয়া হবে, সেই সবই এই মক ড্রিলে অনুশীলন করানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.