ETV Bharat / state

Behala Road Accident: বেহালাকাণ্ডে 2 টি ট্রাফিক গার্ডে হামলা, পুড়ল ভ্যান, নথি নিয়ে পালানোর অভিযোগ

author img

By

Published : Aug 4, 2023, 6:58 PM IST

Updated : Aug 4, 2023, 7:35 PM IST

ছাত্রমৃত্যুর জেরে কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডে হামলা চালাল উত্তেজিত জনতা ৷ এমনকি পুলিশের হেলমেট-সহ বিভিন্ন নথিপত্র সেই গার্ড থেকে অভিযুক্তরা নিয়ে পালায় বলে অভিযোগ ৷

Etv Bharat
পুড়িয়ে দেওয়া পুলিশের গাড়ি

বেহালাকাণ্ডে 2 টি ট্রাফিক গার্ডে হামলা

বেহালা, 4 অগস্ট: বেহালা চৌরাস্তায় স্কুল পড়ুয়ার মৃত্যুর আঁচ এসে পৌঁছল সেখান থেকে কিছুদূরে থাকা কলকাতা পুলিশের দুটি ট্রাফিক গার্ডে । জানা গিয়েছে, ট্রাফিক গার্ডের ওসির ঘরের ভিতরে ঢুকে সেখানে থাকা একটি বড় অ্যাকোরিয়াম ভেঙে দেয় অভিযুক্তরা । জল থেকে মাটিতে ছিটকে পড়ে বিনা অক্সিজেনে মৃত্যু হয় একাধিক মাছের ।
পথ দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে রণক্ষেত্র আকার ধারণ করে বেহালা চৌরাস্তা সংলগ্ন গোটা এলাকা । পুলিশের গাড়ির পাশাপাশি বেশ কয়েকটি সরকারি বাস এবং বেসরকারি বাসে অগ্নিসংযোগ করে দেন এলাকার ক্ষুব্ধ জনতা । শুধু বাস বা গাড়ি নয়, অগ্নিসংযোগের হাত থেকে বাদ যায়নি কলকাতা পুলিশের দুটি ট্রাফিক গার্ডও । লণ্ডভণ্ড করে দেওয়া থেকে শুরু করে সেখানে ট্রাফিক অফিসার ইনচার্জের ঘরে ঢুকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র, সার্জেন্টদের হেলমেট নিয়ে পালায় এক দল ব্যক্তি ।

আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু পড়ুয়ার, মৃতদেহ আটকে বিক্ষোভ বেহালায়

এদিন সকালে দুর্ঘটনার পর এলাকার উত্তেজিত জনতা চড়াও হয় পুলিশের উপর । এরপরে অফিসার ইনচার্জের ঘরে রাখা একা একাধিক গুরুত্বপূর্ণ কেসের ফাইল নিয়ে পালিয়ে যায় একজন ব্যক্তি । যাতে তথ্য প্রমাণ না থাকে তার জন্য ট্রাফিক গার্ডের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় অভিযুক্তরা । যদিও ট্রাফিক গার্ডের কয়েকটি সিসি ক্যামেরা থেকে ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চালাচ্ছেন তদন্তকারীরা ।

বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) আইপিএস সন্তোষ পান্ডে বলেন, "শুধু ট্রাফিক গার্ড নয় । আমাদের একাধিক প্রিজন ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে । পাশাপাশি একাধিক পুলিশ আধিকারিককে কাজে বাধা, পাশাপাশি তাদের মারধর করার অভিযোগ এসেছে । অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।"

আরও পড়ুন : বেহালার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের থেকে নিলেন খোঁজ

Last Updated : Aug 4, 2023, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.