ETV Bharat / state

Bratya Basu: 'হাতের পুতুল তৈরি করতে চান রাজ্যপাল', বোসকে কড়া আক্রমণ শিক্ষামন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 11:25 AM IST

ETV Bharat
রাজ্যপাল বনাম রাজ্যসরকার সংঘাত এখনও জারি

উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠনের দায়িত্ব নিয়েছে স্বয়ং সুপ্রিম কোর্ট ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাঠানোর নামের তালিকায় নেই রাজ্যের কোনও প্রতিনিধি ৷ ফের বিতর্কে রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

কলকাতা, 29 সেপ্টেম্বর: "রাজ্যপাল তাঁর হাতের পুতুল চাইছেন" বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ এবার বিতর্ক উপাচার্য নিয়োগের সার্চ কমিটি গঠনকে ঘিরে ৷ আদালতের নির্দেশ মেনে রাজভবনের তরফে সুপ্রিম কোর্টে সার্চ কমিটির সদস্যদের তালিকা পাঠানো হয়েছে ৷ তবে এখানে নেই বাংলার কোনও প্রতিনিধি ৷ এদিকে রাজ্য সরকারের পাঠানো নামের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ৷ ফলে আবারও চরমে রাজ্য সরকার-রাজভবন সংঘাত ৷

এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "রাজ্যপালের তালিকায় রাজ্যের একটি সংস্থাও নেই ৷ আমাদের নামগুলি দেখলে বুঝতে পারবেন, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনও বাছবিচার করা হয়নি ৷ আমরা কেন্দ্রীয় সরকারি সংস্থা যেমন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই, সাহা নিউক্লিয়ার ফিজিক্সের মতো সংস্থার শিক্ষাবিদদের সার্চ কমিটিতে রাখতে চেয়েছি ৷ কিন্তু আশ্চর্য, রাজভবন এই রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও শিক্ষাবিদকে যোগ্য বলে মনে করল না ৷"

আরও পড়ুন: সার্চ কমিটির জন্য তৈরি রাজ্যপালের প্রস্তাবিত সদস্য তালিকা

রাজ্যে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের দায়িত্ব নিয়েছে সুপ্রিম কোর্ট ৷ আদালত নির্দেশ দিয়েছিল, 27 সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকার, ইউজিসি এবং রাজভবন- প্রত্যেকে নামের তালিকা আদালতে জমা দেবে ৷ 28 সেপ্টেম্বর তৃণমূল ছাত্র পরিষদ সামাজিক মাধ্যমে তিন পক্ষের পাঠানো নামের তালিকা প্রকাশ করে ৷ সেই তালিকায় রাজ্য সরকার পাঁচ জনের নাম প্রস্তাব করেছে ৷

পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা প্রাক্তন উপাচার্যদের পাশাপাশি রয়েছে আইএসআই-এর অধ্যাপকের নামও ৷ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা ইউজিসিও কেন্দ্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজনের নাম প্রস্তাব করেছে । রাজ্য সরকারের পাঠানো তালিকায় আইএসআই-এর অধ্যাপকের দেখা মিললেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাঠানো তালিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷

রাজ্যপাল সার্চ কমিটি গঠনের জন্য সুপ্রিম কোর্টে যে নামের তালিকা পাঠিয়েছেন, সেখানে রাজ্যের বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনও অধ্যাপকের নাম নেই ৷ এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "তিনি কিছু পাপেট চান ৷ যাঁরা তাঁর কথায় উঠবেন-নাচবেন, যেমন কিছু পুতুল উপাচার্য করার চেষ্টা করছিলেন ৷ রাজ্যপাল সেই প্রক্রিয়াকে জারি রাখতে চাইছেন ৷"

আরও পড়ুন: সার্চ কমিটি গঠন নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজ্যপালকে 'জুনিয়র' আখ্যা ব্রাত্যর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.