ETV Bharat / state

SSC SLST Recruitment Scam: আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা তৃতীয় লিঙ্গের মানুষদের

author img

By

Published : Nov 4, 2022, 10:06 PM IST

Etv Bharat
আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা তৃতীয় লিঙ্গের মানুষদের

এবার চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের মানুষরা (SSC SLST Recruitment Scam)৷ আন্দোলনের 600তম দিনে গান্ধিমূর্তির পাদদেশে গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন ওরা ৷

কলকাতা, 4 নভেম্বর: মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে এসএসসি এবং এসএলএসটি মেধাতালিকাভুক্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলনের 600 দিন পূর্ণ হল শুক্রবার । এদিন পাশে থাকার বার্তা দিয়ে তাঁদের সমর্থন জানাতে মঞ্চে গেলেন তৃতীয় লিঙ্গের মানুষজন (Members of Transgender Community Give Assurance to Stand Beside SSC and SLST Agitators)।

ঝড়-জল-রোদ উপেক্ষা করে নিজেদের ন্যায্য দাবির জন্য চাকরিপ্রার্থীরা বসে রয়েছেন মেয়ো রোডের গান্ধিমূর্তি এবং মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে । রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই বারবার তাঁদের আন্দোলনের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন। ঠিক একইভাবে এদিন তৃতীয় লিঙ্গের মানুষজন তাঁদের মঞ্চে গিয়ে পাশে থাকার বার্তা দেন ৷

এই বিষয়ে মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের প্রাক্তন সদস্য রঞ্জিতা সিনহা বলেন, "এই রাজ্যে আন্দোলন ছাড়া আমাদের মত পিছিয়ে পড়া মানুষের কোনও গতি নেই । সরকার চুরি করবে নিজের পরিবারকে স্বচ্ছন্দে রাখতে । তাঁরা মানুষের করের টাকা দিয়ে আনন্দ ফূর্তি করবে । আর সেই বিষয়ে প্রতিবাদ করতে গেলে পুলিশকে দিয়ে হেনস্থা করাবে । এই হচ্ছে আমাদের মা-মাটি-মানুষের সরকার ৷ এই রাজ্যে উন্নয়ন একেবারে থমকে গিয়েছে । তাই আজ এই মঞ্চে বঞ্চিত চাকরিপ্রার্থীদের পাশে থেকে তাঁদের এই 600 দিনের আন্দোলনের শরিক হতে পেরে আমাদের সত্যিই খুব ভালো লাগছে ।"

আরও পড়ুন : শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের 600 দিন, সমর্থনে হাজির বিজেপির যুব মোর্চা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.