ETV Bharat / state

Fire at Tangra Factory: ট্যাংরায় রাবারের কারখানায় ভয়াবহ আগুন, দু'ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

author img

By

Published : Dec 12, 2022, 1:00 PM IST

Updated : Dec 12, 2022, 3:58 PM IST

সোমবার ট্যাংরায় রাবারের কারখানায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল (Fire at Tangra Factory) ৷ ঘটনাস্থলে আসে দমকলের 10টি ইঞ্জিন ৷ অবশেষে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ৷

Fire at Tangra Factory
Fire at Tangra Factory

দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে

ট্যাংরা, 12 ডিসেম্বর: ফের ট্যাংরায় আগুন ৷ একটি রাবারের কারখানায় এদিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে (Massive Fire at Factory in Tangra) । প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন ৷ এলাকাটি অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ হওয়ার ফলে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলের কর্মীদের ৷ পরে আরও অতিরিক্ত সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে । দু'ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রনে আনে দমকল বাহিনী ৷

ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "এই ধরনের ছোটখাটো কারখানায় কোনও প্রকারের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই ৷ তবুও কলকাতা পৌরনিগমের তৎপরতায় অগ্নিকাণ্ডের ঘটনা আগের থেকে অনেকটা কমে এসেছে ৷ এই পুরো ঘটনাটি নিয়ে একটি অডিট করা হবে । প্রায় দু'ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷"

Fire at Tangra Factory
টাংরায় রাবারের কারখানায় ভয়াবহ আগুন

জানা গিয়েছে, এদিন দুপুর বারোটা নাগাদ আচমকায় ট্যাংরার একটি কারখানা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন এলাকার বাসিন্দারা । সঙ্গে সঙ্গে আগুন নেভাতে ও উদ্ধারকার্যে হাত লাগান তারা । প্রথমে একটি রাবার কারখানায় আগুন লাগে এবং এরপর তার সংলগ্ন একটি প্লাস্টিক কারখানা ছিল সেখানেও আগুন ছড়িয়ে পড়ে । একাধিক রাসায়নিক পদার্থ সেখানে মজুদ ছিল ৷ যার কারণে আগুনের লেলিহান শিখা গোটা কারখানাকে গ্রাস করে ফেলে বলে দমকল সূত্রে খবর ।

এলাকাবাসীরা প্রথমে কারখানার ভগ্ন প্রায় দেওয়ালটিকে কোনওরকমে ভেঙে ফেলে ৷ এরপর সেখান থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে । তবে এলাকার বাসিন্দাদের অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল যথেষ্ট দেরিতে ঘটনাস্থলে এসে পৌঁছেছে । কিন্তু দমকলের দাবি, এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় ফায়ার টেন্ডার বা ইঞ্জিন ঘটনাস্থলে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদের ।

আরও পড়ুন: ভোরে ভয়াবহ আগুন, নিউটাউনের গৌরাঙ্গনগরে পুড়ে ছাই দোকান

এই ঘটনার ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ শর্ট-সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।

Last Updated : Dec 12, 2022, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.