ETV Bharat / state

Market Price in Kolkata: সবজি-মাছ-মাংসের দাম কত ? রইল বাজারদরের খুঁটিনাটি

author img

By

Published : Jul 19, 2022, 9:04 AM IST

Market Price in Kolkata news
রইল বাজারদরের খুঁটিনাটি

আজ কলকাতায় সবজি, মাছ বা মাংসের দর কত (Market Price in Kolkata) ৷ যাবতীয় খুঁটিনাটি রইল একনজরে ৷ বাজার যাওয়ার আগে চোখ বুলিয়ে নিন (Market Price of Vegetables Fish and Meat in kolkata) ৷

কলকাতা, 19 জুলাই: বৃষ্টি পড়তেই ফের সবজির দাম বাড়ল । বেশির ভাগ সবজির দাম কেজি প্রতি 5-10 টাকা বেড়েছে । বৃষ্টির কারণে পর্যাপ্ত যোগানের ভাবেই দাম বৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের । তবে, ডিম ও মাংসের দামে পরিবর্তন হয়নি । কিছুটা বদল হয়েছে মাছের দামে । তাই বাজারে ঢুঁ মারার আগে জেনে নিন, আজ সবজি, মাছ, মাংস, ডিম ও ফলের আনুমানিক দাম কত ? সেই হিসেব করেই বেরিয়ে পড়ুন ভুরিভোজের জোগাড় করতে ৷ রইল আজকের বাজারদর (Market Price in Kolkata) ৷

কাঁচা সবজি:
• জ্যোতি আলু: 28 টাকা কিলো
• চন্দ্রমুখি আলু: 35-40 টাকা কিলো
• আদা: প্রতি কিলো 80 টাকা
• পেঁয়াজ: প্রতি কিলো 24 টাকা
• উচ্ছে: প্রতি কিলো 30-35 টাকা
• কলা: প্রতি পিস 5-7 টাকা
• বেগুন: 40 টাকা কিলো
• পটল: প্রতি কিলো 30 টাকা
• পাকা পটল: 40-50 টাকা কিলো
• কুদরি: প্রতি কিলো 20 টাকা
• গাঁটি কচু: প্ৰতি কিলো 40 টাকা
• লালবিট: 50-60 টাকা কিলো
• কাঁকরোল: প্রতি কিলো 20 টাকা
• ঝিঙে: প্রতি কিলো 30 টাকা
• ঢেঁড়স: প্রতি কিলো 30 টাকা
• কুমড়ো: প্রতি কিলো 30 টাকা
• লাউ: প্রতি পিস 35-40 টাকা
• টমেটো: প্রতি কিলো 40 টাকা
• পেঁপে: প্রতি কিলো 20-25 টাকা
• চিচিঙ্গা: প্রতি কিলো 30 টাকা
• ওল: প্রতি কিলো 50 টাকা
• শসা: প্রতি কিলো 40 টাকা
• বাঁধাকপি: প্রতি কিলো 40 টাকা
• ফুলকপি: প্রতি কিলো 50-55 টাকা
• বরবটি: প্রতি কিলো 40 টাকা
• বিন: প্রতি কিলো 150 টাকা
• গাজর: প্রতি কিলো 60 টাকা
• মুলো: প্রতি কিলো 30 টাকা
• ক্যাপসিকাম: প্রতি কিলো 200 টাকা
• সজনে ডাটা: প্রতি কিলো 80 টাকা
• কাঁচা লংকা: প্রতি কিলো 100 টাকা
• পাতি লেবু: 3-5 টাকা পিস
• নটে শাক: 5 আঁটি
• কলমি শাক: 5 আঁটি
• কুলেখাঁড়া: 5 আঁটি
• পুঁই শাক: 20 টাকা কিলো

মাছ:
• রুই: 120-200 টাকা কিলো
• কাতলা: 230-300 টাকা কিলো
• ভেটকি: 600-650 টাকা কিলো
• ইলিশ: 700-2000 টাকা কিলো
• তেলাপিয়া: 90-150 টাকা কিলো
• বাটা: 140-150 টাকা কিলো
• ভোলা: 170-200 টাকা কিলো
• ট্যাংরা: 400-420 টাকা কিলো
• মৌরালা: 250-280 টাকা কিলো
• পাবদা: 350-720 টাকা কিলো
• পমফ্রেট: 450-600 টাকা কিলো
• পার্শে: 359-600 টাকা কিলো
• গলদা চিংড়ি: 600-800 টাকা কিলো
• বাগদা চিংড়ি: 350-450 টাকা কিলো

আরও পড়ুন: বর্ষাকালে চায়ে মেশান এই পাঁচটি ভেষজ, রেহাই পাবেন বহু অসুখ থেকে

ডিম:
• পোল্ট্রি: 10 টাকা জোড়া
• দেশি মুরগি: 18 টাকা জোড়া
• হাঁস: 18-20 টাকা জোড়া

মাংস:
• পোল্ট্রি: কাটা 170 টাকা কিলো
• পোল্ট্রি: গোটা 120 টাকা কিলো
• ব্রয়লার: কাটা 160 টাকা কিলো
• ব্রয়লার: গোটা 120 টাকা কিলো
• পাঁঠা বা খাসি: 760 টাকা কিলো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.