ETV Bharat / state

মনোজ-বিদেশদের উপর কি মমতা ছাড়বেন ক্রীড়া দফতরের দায়িত্ব ?

author img

By

Published : May 8, 2021, 8:07 PM IST

মনোজ তিওয়ারি
মনোজ তিওয়ারি

ক্রীড়ামন্ত্রী শুধু ক্রীড়া দফতর চালান না । রাজ্যের ক্লাব নিয়ন্ত্রণ, কলকাতা মাঠ নিয়ন্ত্রণ করে থাকেন । অর্থাৎ যুবর ব্যাটন বকলমে হাতে রাখেন । অরূপ বিশ্বাস তা বিশ্বাসের সঙ্গে করে এসেছেন । দিদির স্নেহধন্য । তাই বিদেশ, মনোজকে স্বাধীনভাবে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী করে নতুন ধারা মমতা বন্দ্যোপাধ্যায় করলে তা ইতিহাস হবে । তবে দুজনকেই কাজে লাগানোর একটা পরিকল্পনা চলছে বলা যায় ।

কলকাতা, 8 মে :পূর্ণ ক্রীড়ামন্ত্রী এবং তা আবার ক্রীড়াব্যাক্তিত্ব । মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃতীয়বারের মন্ত্রিসভা গঠন করতে গিয়ে ক্রীড়াদফতরকে কোনও বিভাগের সঙ্গে জুড়ে দিতে চাইছেন না । বদলে স্বাধীনভাবে কাজ করতে দিতে চান । সেই কাজটি সপে দিতে চাইছেন কোনও ক্রীড়া ব্যক্তিত্বের ওপর । সেক্ষেত্রে তাঁর পছন্দ প্রথমবার নির্বাচিত হয়ে আসা দুই ক্রীড়াব্যক্তিত্ব মনোজ তিওয়ারি এবং বিদেশ বসু ।

দুজনেই খেলাধূলার জগতের লোক । যদিও এই পদক্ষেপ কোনও দিন এই রাজ্যে হয়নি । ক্রীড়ামন্ত্রীর পূর্ণ দায়িত্ব এবং তা খেলোয়াড়ের হাতে । তাই প্রস্তাবটি আগ্রহ বাড়ালেও যদি-কিন্তু রয়েই গিয়েছে ।
বিদেশ বসু দীর্ঘদিন মাঠ থেকে অবসর নিয়েছেন । উলুবেড়িয়া থেকে নির্বাচিত স্বল্পভাষী মানুষটি দীর্ঘদিন ধরে শাসক দলের সঙ্গে যুক্ত । বন্ধু ফুটবলার মানস ভট্টাচার্যের সঙ্গে উদ্বাস্তু হস্তশিল্প দফতর চালান ।

বালিগঞ্জ ফাড়ির কাছের অফিসে বসে রাজ্য সরকারের জয়ী ফুটবল প্রস্তুত করার প্রজেক্টটি দেখেন । এহেন মানুষটি ক্রীড়ামন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন । রয়েছেন মনোজ তিওয়ারিও । শিবপুর কেন্দ্র থেকে দাড়িয়ে নির্বাচিত । চিকিৎসক রথীন্দ্রনাথ চক্রবর্তীকে পরাজিত করেছেন বাংলা দলের প্রাক্তন অধিনায়ক । তবে ব্যাট তুলে রাখার কথা ঘোষণা করেননি । চোটের কারনে এই মরসুমে মাঠে নামেননি । যা পরিস্থিতি অবসর ঘোষণা সময়ের অপেক্ষা । মনোজ বলছেন দিদি তাঁকে দায়িত্ব দিলে তিনি পিছিয়ে যাবেন না । রাজনীতির নতুন বাইশগজে সমস্ত "কাটা" সামলে মনোজ সফল । তাছাড়া লক্ষীরতন শুক্লা অভিমান করে সরে দাড়ানোর পরে সেই জায়গায় মনোজ যোগ্য মুখ বলে মনে করছেন অনেকে । এই অবস্থায় তিনিও মন্ত্রীর দৌড়ে ।

আরও পড়ুন : পাহাড়ে গ্লেনারিজ রেস্তোরাঁকে আইসোলেশন সেন্টার বানানোর উদ্যোগ স্বাস্থ্য দফতরের

এখন প্রশ্ন হল কোনও ক্রীড়া ব্যক্তিত্বকে পূর্ণ দায়িত্ব দেওয়া হবে কি না । কারন এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েই রাখা হয়েছিল ক্রীড়া ব্যক্তিত্বদের । বাম আমলে খেলোয়াড়দের জায়গাই হত না । প্রয়াত সুভাষ চক্রবর্তী সামলাতেন । তার মৃত্যুর পরে কান্তি গঙ্গোপাধ্যায় কিছুদিন সামলেছিলেন । পরিবর্তনের পরে মদন মিত্র প্রথম ধাপে । তারপর থেকে অরূপ বিশ্বাস দায়িত্ব সামলেছেন এবং সঙ্গে প্রতিমন্ত্রী লক্ষীরতন ।

ক্রীড়ামন্ত্রী শুধু ক্রীড়া দফতর চালান না । রাজ্যের ক্লাব নিয়ন্ত্রণ, কলকাতা মাঠ নিয়ন্ত্রণ করে থাকেন । অর্থাৎ যুবর ব্যাটন বকলমে হাতে রাখেন । অরূপ বিশ্বাস তা বিশ্বাসের সঙ্গে করে এসেছেন । দিদির স্নেহধন্য । তাই বিদেশ, মনোজকে স্বাধীনভাবে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী করে নতুন ধারা মমতা বন্দ্যোপাধ্যায় করলে তা ইতিহাস হবে । তবে দুজনকেই কাজে লাগানোর একটা পরিকল্পনা চলছে বলা যায় ।

সেক্ষেত্রে অরূপ বিশ্বাসকে রেখে এই দুজনেই কাজে লাগানো হতে পারে । ক্রীড়াদফতর এবং তাকে ঘিরে আবর্তিত হওয়া ক্রীড়ারাজনীতি দুটোই সামলানো যাবে । অতএব উত্তর জানতে অপেক্ষা ছাড়া উপায় নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.