ETV Bharat / state

Manik Bhattacharya: জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ মানিক ভট্টাচার্য

author img

By

Published : May 9, 2023, 7:56 AM IST

Etv Bharat
হাইকোর্টে মানিক ভট্টাচার্য

জামিনের আবেদন জানিয়ে মামলা করলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ৷

কলকাতা, 9 মে: জামিনের আবেদন জানিয়ে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য । বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এদিন মামলা দায়ের করেন তিনি ৷ আদালতের নির্দেশ, নিজের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিতে হবে মামলাকারীকে । তার পালটা উত্তর দেবে ইডি । 11 মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ।

2022 সালের অক্টোবর মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি ৷ পরে তাঁর স্ত্রী ও পুত্রকেও গ্রেফতার করা হয় । মানিক ভট্টাচার্য শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই নয়, একইসঙ্গে বিএড ও ডিএলএড কলেজ অনুমোদন-সহ অন্যান্য অনেক বিষয়েই যুক্ত ছিলেন । পরে তাঁর পুত্রকেও যুক্ত করা হয়েছিল বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার । পাশাপাশি পরিবারকে সঙ্গে নিয়ে তিনি বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন ৷ কিন্তু সেই টাকার কোনও হিসাব পাওয়া যায়নি বলে অভিযোগ করে ইডি ।

আরও পড়ুন : 'লন্ডনে আমার বাড়ি নেই, ঠিকানা বলতে পারলে আমায় ফাঁসি দেওয়া হোক'; আদালতে ফুঁসলেন মানিক

বিদেশে তাঁর বাড়ি-সহ একাধিক পাসপোর্টের অভিযোগ উঠে আসে । একইসঙ্গে বর্তমান শাসকদলে তিনি এতটাই প্রভাবশালী যে তাঁকে ছাড়া হলে তিনি তথ্য-প্রমাণ লোপাট করতে পারেন এবং তদন্ত প্রভাবিত করতে পারেন বলে অভিযোগ করে ইডি ৷ বর্তমানে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন ।

মাসখানেক আগে 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে কি না, জানতে বিচারপতি গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে তলব করেছিলেন । যদিও সেখানেও মানিক ভট্টাচার্য জানান, তিনি যা করেছেন সম্পূর্ণ আইন মেনেই করেছেন । কোনও বেআইনি নিয়োগ করেননি ।

আরও পড়ুন : খোশমেজাজে পার্থ, গালভরা হাসি ও রবীন্দ্র-কবিতায় কী ইঙ্গিত দিলেন ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.