ETV Bharat / state

যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি, হলফনামা ইউজিসির

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 5:23 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Manik Bhattacharya Appointment as Principal is Illegal Report by UGC: যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে অধ্যক্ষ পদ সামলেছেন মানিক ভট্টাচার্য ৷ কিন্তু, 1998 সালে তাঁর সেই নিয়োগ বেআইনি বলে আজ কলকাতা হাইকোর্টে হলফনামা দিল ইউজিসি ৷

কলকাতা 11 ডিসেম্বর: 1998 সালে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি ছিল ৷ ওই পদে বসার মতো তাঁর কোনও যোগ্যতা ছিল না ৷ আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ, ইউজিসি-র তরফে কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করে জানানো হয়েছে ৷ তবে, শুধু মানিক ভট্টাচার্য নন ৷ যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে সুনন্দা গোয়েঙ্কা ভট্টাচার্য এবং অচিনা কুণ্ডু অধ্যাপনা করিয়েছেন ৷ তাঁদের অধ্যাপক হওয়া দূরের, লেকচারার হওয়ার কোনও যোগ্যতা ছিল না বলে হলফনামায় জানিয়েছে ইউজিসি ৷ কিন্তু, তা সত্ত্বেও এদের কেউ কলেজের অধ্যক্ষ আবার কেউ লেকচারার হিসাবে কাজ করেছেন বলে অভিযোগ ৷

কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দানিশ ফারুকির দায়ের করা মামলার প্রেক্ষিতে এই হলফনামা দেয় ইউজিসি ৷ যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকদের বেআইনি নিয়োগ-সহ নানা অভিযোগে দায়ের মামলায় এই হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ আজ সেই মামলায় আদালতে হলফনামা পেশ করে ইউজিসি ৷ শীতকালীন ছুটির পরে মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে ৷

উল্লেখ্য, এই মামলার আগের শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, এতদিন ধরে তিনজনে মিলে যা খুশি করেছে ৷ অন্দরমহলে রাজা ধন ছড়াচ্ছে ৷ আর কুড়োচ্ছে কে ? রানি ৷ তিনজনে মিলে কলেজ চালাত ৷ আর তিনজন মিলেই সব সিদ্ধান্ত নিয়েছে ৷’’ রাজ্য সরকার এবং পুলিশের রিপোর্ট দেখার পরেই এই মন্তব্য করেছিলেন বিচারপতি ৷ মূলত, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য যখন যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে অধক্ষ্য ছিলেন, সেই সময় স্বেচ্ছাচারিতা করেছেন বলে অভিযোগ ৷ সেখানকার অধ্যাপিকা অচিনা কুণ্ডু এবং বর্তমান অধ্যক্ষ সুনন্দা গোয়াঙ্কা ভাট্টাচার্য, মানিক ভট্টাচার্যের সঙ্গী ছিলেন বলে অভিযোগ উঠেছিল ৷

উল্লেখ্য, রাজ্যের তরফেও আদালতে জানানো হয়েছিল, রাজ্য সরকার অচিনা কুণ্ডু এবং সুনন্দা গোয়েঙ্কা ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিকবার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল ৷ সেই সময় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের গর্ভনিং বডি কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ৷ 2021 সালে শেষবার এই দু’জনের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল বলে আদালতে জানানো হয় ৷

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপাকে
  2. মানিক ভট্টাচার্যর জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট
  3. শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে মানিক ভট্টাচার্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.