Manas Bhunia to CBI : হাজিরা দিতে পারছেন না, বিধানসভা এলাকায় বন্যা পরিস্থিতি; সিবিআইকে জানালেন মানস

author img

By

Published : Sep 20, 2021, 10:36 AM IST

Updated : Sep 20, 2021, 10:58 AM IST

মানস ভুঁইয়া
মানস ভুঁইয়া ()

গতকাল রাত থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে ৷ ফলে অতিমধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জলমগ্ন হয়ে পড়েছে ৷ মানস ভুঁইয়ার সবং বিধানসভাও বাদ যায়নি ৷ বিধায়কের কথায় ওই বিধানসভা এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সেই কারণে আজ তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে পারছেন না ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর : আইকোর চিটফান্ড মামলায় এবার সিবিআইয়ের হাজিরা এড়ালেন মানস ভুঁইয়া ৷ আজ সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে রাজ্যের মন্ত্রীকে তলব করা হয়েছিল ৷ তবে তিনি আজ হাজিরা দিতে পারবেন না ৷ তাঁর বিধানসভা এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাই আজ তাঁর পক্ষে সিবিআই দফতরে হাজিরা দেওয়া সম্ভব হবে না বলে সিবিআইকে জানিয়ে দিয়েছেন মন্ত্রী মানস ভুঁইয়া ৷ সংবাদসংস্থা এএনআই সংবাদসংস্থা সূত্রে এমনই জানা গিয়েছে ৷ এর আগে গত সপ্তাহে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর চিটফান্ড মামলায় নিজাম প্যালেসে হাজিরার জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই ৷ তিনিও হাজিরা দিতে যাননি ৷ যদিও পরে সিবিআই তাঁর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ৷

গতকাল রাত থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে ৷ ফলে অতিমধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জলমগ্ন হয়ে পড়েছে ৷ মানস ভুঁইয়ার সবং বিধানসভাও বাদ যায়নি ৷ বিধায়কের কথায় ওই বিধানসভা এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সেই পরিস্থিতির তদারকি কাজে ব্যস্ত রয়েছেন তিনি ৷ তাছাড়া, নির্বাচনী প্রচারেও ব্যস্ত ৷ সেই কারণে আজ তিনি সকাল 11টার সময় সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পারছেন না ৷ সিবিআইকে একথা জানিয়ে দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন, Icore Money Laundering Case: আইকোর মামলায় মানস ভুঁইয়াকে তলব সিবিআইয়ের

গত সপ্তাহে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর চিটফান্ড মামলায় নিজাম প্যালেসে হাজিরার জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই ৷ কিন্তু, তাঁর বয়স ও নির্বাচনের কাজে ব্যস্ত থাকার অজুহাত দিয়ে হাজিরা এড়িয়ে যান ৷ সেইসঙ্গে তিনি সিবিআইকে জানিয়ে দেন, প্রয়োজনে তারা তাঁর দফতরে গিয়ে জি%াসাবাদ করতে পারে ৷ এর পরেই সিবিআই আধিকারিকদের একটি দল মন্ত্রীর দফতরে পৌঁছে যায় জিজ্ঞাসাবাদের জন্য ৷ তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তদন্তে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ পার্থবাবু সিবিআইকে জানিয়েছেন, তৎকালীন সময়ে রাজ্যের তথ্যপ্রযুক্তি এবং শিল্প দফতরের মন্ত্রী ছিলেন ৷ সেই সূত্রেই একটি নির্দিষ্ট সংস্থা (আইকোর) তাঁকে তাদের অনুষ্ঠানে আহ্বান জানিয়েছিল ৷ তিনিও রাজ্যের শিল্পমন্ত্রী হিসেবে কর্মসংস্থানের সুযোগের কথা ভেবে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ ওই সংস্থা সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে তদন্তকারী সংস্থার আধিকারিকদের জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন, CBI : আইকোর মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতার আশ্বাস পার্থর

সিবিআই সূত্রে খবর, আইকোরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানস ভুঁইয়া । আইকোর সংস্থার প্রধান অনুকূল মাইতির কাজের প্রশংসাও নাকি শোনা গিয়েছিল মানসের গলায় ৷ একটি চিটফান্ড সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয়ে কীভাবে তিনি এই প্রশংসা করলেন, সেটাই জানতে চায় সিবিআই ৷ সেই কারণে আজ তাঁকে তলব করা হয়েছিল ৷ কিন্তু, তিনি যাচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন ৷

Last Updated :Sep 20, 2021, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.