ETV Bharat / state

Attempt to Murder : চিকিৎসা করাতে এসে সেন্টারের কর্মীদের উপরই হামলা 'নেশাড়ু' ব্যক্তির !

author img

By

Published : May 29, 2022, 7:03 PM IST

খাস কলকাতায় নেশা মুক্তি কেন্দ্রে ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযোগ উঠেছে নেশা মুক্তি কেন্দ্রে কর্মরত দুই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করা হয়েছে (Attempt to murder of people working at drug rehabilitation center) ৷

drug rehabilitation center
নেশা মুক্তি কেন্দ্র

হরিদেবপুর, 29 মে : হরিদেবপুরের একটি নেশা মুক্তি কেন্দ্রে হঠাৎই দু'জনের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ চিকিৎসা করাতে আসা এক ব্যক্তির বিরুদ্ধে (Attempt to murder of people working at drug rehabilitation center)। ইতিমধ্যেই ওই অভিযুক্তকে আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ। আহত দু'জনের নাম রাজিব ডিকস্টা এবং অরূপ নস্কর। অভিযুক্তের নাম অর্জুন গুপ্তা।

রবিবার সকালে ওই নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসা করাতে আসা এক ব্যক্তি কেন্দ্রের রান্না ঘরে ঢুকে কর্মরত দু'জনের উপর ছুরি নিয়ে হামলা করে। আহত দু'জনকেই কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন : 2 বছর আগের বৃদ্ধা খুনের কিনারা, আসানসোলে গ্রেফতার পরিচারক

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। কেন এই ঘটনা ঘটেছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। সমগ্র ঘটনায় ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ ঘটনাস্থলে পুলিশ এসে সেখানকার কর্মরত প্রত্যেক কর্মচারীর সঙ্গে কথা বলেছে। কী কারণে এই ঘটনা ঘটেছে সেটা এখনও পরিস্কার নয়। ওই নেশামুক্তি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ আধিকারিকরা ৷ তাদের অনুমান তদন্তে এগোতে এই ফুটেজই সাহায্য করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.