ETV Bharat / state

Mamata on Pegasus : অন্ধ্র সরকারও পেগসাস কেনেনি, জানিয়ে দিল তেলেগু দেশম পার্টি

author img

By

Published : Mar 18, 2022, 10:53 AM IST

Updated : Mar 18, 2022, 1:09 PM IST

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

এনএসও পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করার প্রস্তাব নিয়ে বাংলায় এসেছিল, কিন্তু রাজ্য সরকার তা প্রত্যাখ্যান করে ৷ বৃহস্পতিবার এমনই মন্তব্য় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Says Pegasus Offered Bengal) ৷

কলকাতা, 18 মার্চ : পেগাসাস স্পাইওয়্যার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইজরায়েলের সাইবার নিরাপত্তা সংস্থা এনএসও, পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করার প্রস্তাব নিয়ে পশ্চিমবঙ্গে এসেছিল ৷ কিন্তু রাজ্য সরকার তা প্রত্যাখ্যান করে ৷ বৃহস্পতিবার এমনই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(pegasus spyware offer bengal)৷

মুখ্যমন্ত্রীর কথায়, কোম্পানিটি 4 থেকে 5 বছর আগে এই স্পাইওয়্যার মাত্র 25 কোটি টাকায় বিক্রি করার প্রস্তাব দিয়েছিল রাজ্য পুলিশের কাছে ৷ কিন্তু বিষয়টি জানতে পেরে প্রস্তাব প্রত্যাখ্যান করেন মুখ্যমন্ত্রী । তাঁর অভিযোগ, দেশের নিরাপত্তার জন্য পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়নি ৷ বরং তার পরিবর্তে কেন্দ্রীয় সরকার এটি বিচারক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে 'রাজনৈতিক' কাজে লাগাতে কিনেছে ৷

মুখ্যমন্ত্রী বলেন, "যদি এটি দেশের স্বার্থে বা সুরক্ষার কারণে ব্যবহার করা হত তবে সম্পূর্ণ আলাদা বিষয় ছিল ৷ কিন্তু এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে ৷ যা একেবারেই মেনে নেওয়া যায় না ৷ মানুষের গোপনীয়তা বজায় থাকত না ৷ তাই এই স্পাইওয়্যার কিনিনি ৷"

মুখ্যমন্ত্রী আরও দাবি, "অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু শাসিত সরকারের আমলে পেগাসাস কেনা হয়েছিল ।" যদিও সেই দাবিকে উড়িয়ে দিয়েছেন তেলেগু দেশম পার্টি ৷ দলের সাধারণ সম্পাদক নারা লোকেশ বলেন, "চন্দ্রবাবু নাইডুর সরকার এমন কোনও জিনিস কেনেনি ৷ আমরা কখনই কোনও স্পাইওয়্যার কিনিনি । কোনও অবৈধ ফোন ট্যাপের কাজে লিপ্ত হইনি ৷"

আরও পড়ুন : Pegasus Spyware : পেগাসাস নিয়ে মনে একগুচ্ছ প্রশ্ন ? জেনে নিন কী বলছেন সাইবার বিশেষজ্ঞ

তবে, সফ্টওয়্যারটি যে অন্ধ্র সরকারের কাছে বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়েছিল তা স্বীকার করে নেন তিনি ৷ স্পাইওয়্যার বিক্রি করার প্রস্তাব এলেও আমরা প্রত্যাখ্যান করি ৷ সরকার যদি স্পাইওয়্যারটি কিনত তবে এর একটি রেকর্ড অবশ্যই থাকত ৷

Last Updated :Mar 18, 2022, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.