ETV Bharat / state

Mamata-Sourav in Madrid: শনিতে সৌরভকে নিয়ে রিয়াল মাদ্রিদের মাঠ পরিদর্শন মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 4:08 PM IST

বাংলায় বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্পেনের ফুটবল পরিকাঠামো থেকে অনুপ্রাণিত হয়ে এটি বানাতে চান তিনি ৷ তাই শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ পরিদর্শনে যাবেন তিনি ৷

Etv Bharat
স্পেনে মমতা ও সৌরভ

মাদ্রিদ, 15 সেপ্টেম্বর: লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মাদ্রিদের ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাব্যুতে এবার যাবেন বাংলার মুখ্যমন্ত্রী । মূলত স্পেনের ফুটবল পরিকাঠামো থেকে অনুপ্রাণিত হয়ে বাংলায় বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি করতে চান তিনি । যে অ্যাকাডেমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে লা লিগার ।

আর তাই মাঠ থেকে শুরু করে ফুটবল পরিকাঠামো খতিয়ে দেখতে আগামিকাল রিয়াল মাদ্রিদের মাঠে যাবেন মমতা । শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে তাঁর সঙ্গী হতে চলেছেন বাংলার মহারাজ প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়ও । মাদ্রিদ থেকেই সপরিবারে কলকাতা ফিরে আসার কথা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ তার আগে আগামিকাল শনিবার এই রিয়েল মাদ্রিদের ফুটবল পরিকাঠামো পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল ।

গতকাল বৃহস্পতিবার লা লিগার বৈঠকে বক্তব্য রাখার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় রিয়েল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ দেখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন । সেই জায়গা থেকে এই মাঠ পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে তাঁর কাছে । বাংলার মুখ্যমন্ত্রী একদিকে যেমন পাঁচ বছর বাদে এই সফরকে বাংলায় শিল্প আনার ক্ষেত্রে একটা মাইলস্টোন হিসাবে দেখছেন । একইভাবে তিনি মনে করছেন, এই সফর আগামী দিনে বাংলার ফুটবলের চালচিত্র বদলে দিতে পারে । আর তাই এই সফর থেকেই বাংলার ফুটবলের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে আসতে চাইছেন তিনি বলেই সূত্রের খবর ।

গতকাল লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে মমতা বুঝেছেন শুধু মৌ চুক্তি স্বাক্ষর হলে বাংলার ফুটবলের উন্নতি হবে না ৷ তার জন্য প্রয়োজন পরিকাঠামোর উন্নয়ন । সেই কথা মাথায় রেখেই আগামিকাল শনিবার বিশ্বের ফুটবল জায়ান্ট রিয়েল মাদ্রিদের ফুটবল পরিকাঠামো ঘুরে দেখবেন তিনি। কীভাবে ঐতিহ্যবাহী যুবভারতী থেকে শুরু করে অন্য মাঠগুলি কেও আন্তর্জাতিক মানের করা যায় তারই তথ্য তালাশ করার চেষ্টা করবেন বাংলার মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : অ্যাকর্ডিয়ানের পর পিয়ানো, মাদ্রিদে আজ রবীন্দ্রসঙ্গীতের সুর তুলে দিন শুরু মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.