ETV Bharat / state

Mamata visits Raj Bhavan: রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাজভবনে মুখ্যমন্ত্রী

author img

By

Published : Dec 22, 2022, 4:14 PM IST

Updated : Dec 22, 2022, 6:04 PM IST

সৌজন্য সাক্ষাতে বড়দিনের আগে আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে বেরিয়ে বিকেল পৌনে চারটে নাগাদ রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee visits Raj Bhavan before Christmas)।

Mamata visits Raj Bhavan
রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী

কলকাতা, 22 ডিসেম্বর: বড়দিনের আগে আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নবান্ন থেকে বেরিয়ে বিকেল পৌনে চারটে নাগাদ রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee visits Raj Bhavan before Christmas)। এই মুহূর্তে রাজভবনেই রয়েছেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ নেহাতই সৌজন্যের নাকি পিছনে রয়েছে অন্য অন্য কোনও কারণ, তা নিয়ে উৎসাহ তৈরি হয় রাজনৈতিকমহলে ৷

তবে ঘণ্টা দেড়েক পর রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জল্পনা দূর করেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নতুন বছর-ক্রিসমাসের আগে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে সাক্ষাৎ তাঁর রেওয়াজর মধ্যেই পড়ে ৷ সেই রেওয়াজ মেনেই এদিন রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ মুখ্যমন্ত্রী বলেন, "মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার জানাতে এসেছিলাম ৷"

আরও পড়ুন: আদালতে ঢোকার মুখে দলীয় সহকর্মীদের শুভেচ্ছা, নেত্রীকে বার্তা পার্থর ?

প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের অহি-নকুল সম্পর্কের কথা অজানা নয় কারও ৷ আর সেই কারণে বেশ কিছু বিল অনুমোদনের অপেক্ষায় পড়ে রয়েছে রাজভবনে ৷ সে ব্যাপারে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক ভাল, আর কোনও সমস্যা হবে না। আলোচনা করে সব সমস্যার সমাধান হয়ে যাবে।

এদিন রাজ্যের মানুষ তথা সংবাদমাধ্যমকেও বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের জন্য আগাম অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন রাজ্যে শান্তি সংহতি এবং উন্নয়নের পরিবেশ বজায় থাকবে আগামিদিনে।

Last Updated : Dec 22, 2022, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.