ETV Bharat / state

Mamata Banerjee: মৃত সন্তানকে ব্যাগে করে বাবার বহনের খবর কি জানেন না মুখ্যমন্ত্রী !

author img

By

Published : May 15, 2023, 8:31 PM IST

Mamata Banerjee
Mamata Banerjee

গাড়ির ভাড়া দিতে না পেরে মৃত সন্তানকে ব্যাগে করে শিলিগুড়ি থেকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নিয়ে আসেন বাবা ৷ এই ঘটনা নিয়ে রবিবার থেকে তোলপাড় রাজ্য ৷ স্বাস্থ্য দফতর রিপোর্ট তলব করেছে ৷ অথচ এই বিষয় নিয়ে কিছুই জানেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 15 মে: গাড়ির ভাড়া দিতে না পেরে মৃত সন্তানকে ব্যাগে করে বহন করে নিয়ে যাচ্ছেন বাবা ৷ উত্তরবঙ্গের এই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল । স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের থেকে রিপোর্ট তলব করেছে । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই নিয়ে জবাব চাওয়া হয়েছে ৷

অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে জানেনই না কিছু । সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকের ফাঁকে তাকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় । কিছুটা বিস্ময় প্রকাশ করে পালটা তিনি সাংবাদিকদের কাছে জানতে চান কোথায় ঘটনাটি ঘটেছে ! সাংবাদিকদের তরফ থেকে জানানোও হয় কালিয়াগঞ্জের কথা ।

এরপর তিনি বলেন, ‘‘ছোট্ট শিশু কি! ছোট্ট শিশুকে আমরা অনেক সময় দেখেছি কোলে করে নিয়ে যাওয়া হয় । অ্যাম্বুল্যান্সে ডেড বডি অনেক সময় পরিবারও নেয় না । এটা জেনারেলি হয় না । পরিবারের ইচ্ছার উপর নির্ভর করে হয় । এখন অ্যাম্বুল্যান্স প্রচুর হয়েছে । এখন রাজ্য সরকারের থেকে এবং এমপি-ল্যাড থেকে প্রায় 400-500 অ্যাম্বুল্যান্স করে দিয়েছি । এখন তো অ্যাম্বুল্যান্সের কোনও ঘাটতি নেই ।’’ তিনি আরও বলেন, ‘‘যদি কোনও ঘাটতি থাকে, তাহলে লোকাল ঘাটতি হতে পারে । আমি বলব এসব না করতে । এগুলি দেখে নিতে । হয়তো এমনও হতে পারে তিনটে অ্যাম্বুল্যান্স তিন জায়গায় গিয়েছে । হয়তো ছিল না ওই মুহূর্তে ।’’

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও ৷ তিনি যখন একথা বলছেন, তখন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী আবার অন্য কথা বলছেন । তিনি জানান, মৃতদেহবাহী শকট হাসপাতালগুলিতে থাকে না । এগুলি থাকে সাধারণত স্থানীয় প্রশাসনের হাতে । বিষয়টা দুঃখজনক৷ কেন এই ঘটনা ঘটল, তার জন্য রিপোর্ট চাওয়া হয়েছে । উল্লেখ্য, এ দিন স্বাস্থ্য দফতরের তরফ থেকে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছেন ।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পালটা রাজ্যের শাসক দলের তরফ থেকেও দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এর প্রতিক্রিয়া দিয়েছেন । অথচ এতকিছুর পরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই বিষয়টি এড়িয়ে গেলেন কেন, সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা ।

আরও পড়ুন: ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছিক, দাবি মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.