ETV Bharat / state

Mamata Banerjee: 7 ডিসেম্বর শীতকালীন অধিবেশন নিয়ে সৌগতর বাসভবনে সাংসদের সঙ্গে বৈঠক মমতার

author img

By

Published : Dec 2, 2022, 7:20 PM IST

Mamata Banerjee to Meet Trinamool Congress MPs at Saugata Roy Residence on 7 December
Mamata Banerjee: 7 ডিসেম্বর শীতকালীন অধিবেশন নিয়ে সৌগতর বাসভবনে সাংসদের সঙ্গে বৈঠক মমতার

আগামী 5 ডিসেম্বর নয়াদিল্লিতে আগামী বছরের জি20 সমাবেশ (G20 Summit) নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সেই বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাছাড়া আগামী 7 ডিসেম্বর তিনি তৃণমূলের সাংসদদের সঙ্গেও বৈঠক করবেন ৷

কলকাতা, 2 ডিসেম্বর: আগামী 7 ডিসেম্বর সংসদে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) ৷ ওইদিনই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সংসদীয় দলের বৈঠক বসতে চলেছে । এই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তৃণমূল সূত্রে খবর, ওইদিন দিল্লিতে সৌগত রায়ের বাসভবনে দুপুর 3টের এই বৈঠক হওয়ার কথা । এই বৈঠক থেকেই সংসদে তৃণমূল কী ভূমিকা নেবে, সেই বিষয়ে রণনীতি ঠিক করে দেবেন মমতা । ইতিমধ্যেই এই বৈঠকে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

তৃণমূল সূত্রে খবর, আগামী 5 ডিসেম্বর দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই সফরে জি20 সমাবেশের (G20 Summit) প্রস্তুতি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ওই বৈঠক ডেকেছেন ৷ ডিসেম্বরের 5 তারিখেই ওই বৈঠক ৷ তার পর 7 ডিসেম্বর দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী ৷

তৃণমূল সূত্রে খবর, আসন্ন অধিবেশনে দলের অবস্থান নিয়ে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা । একই সঙ্গে এবার অধিবেশনে যে বিলগুলি আসতে চলেছে, সেই বিলগুলি নিয়ে দলের রণনীতি কী হবে, তাও ঠিক করবেন তিনি । এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ কারণ, এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি সঙ্গে নিয়েই যাচ্ছেন তিনি ।

মুখ্যমন্ত্রী আগেই রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, এবারের সফরের সুযোগেই তিনি আজমেঢ় শরিফ ঘুরে আসতে চান । তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময় আজমেঢ় শরিফে রেল যোগাযোগের ব্যবস্থা তাঁর তত্ত্বাবধানে হয়েছিল । সেই সময় থেকে সেখানে যাওয়ার ইচ্ছা ছিল মমতার । তবে এখনও পর্যন্ত যাওয়া হয়নি তাঁর । এবার দিল্লি যাত্রার সুযোগের তাই সেখানে ঘুরে আসতে চান মুখ্যমন্ত্রী । একই সঙ্গে তাঁর পুষ্কর যাওয়ারও ইচ্ছা রয়েছে ।

আরও পড়ুন: সংসদের শীতকালীন অধিবেশনের কৌশল ঠিক করতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.