ETV Bharat / state

Bengal Assembly Ruckus : বিধানসভায় গন্ডগোলের খোঁজ নিলেন উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী

author img

By

Published : Mar 28, 2022, 10:21 PM IST

এদিনের ঘটনার (Bengal Assembly Ruckus) বিষয়ে কথা বলতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী ও অন্য বিজেপি বিধায়করা ৷ ঘটনায় আহত চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ।

mamata banerjee on assembly incident
বিধানসভায় গন্ডগোলের খোঁজ নিলেন উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি, 28 মার্চ : বিধানসভায় তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি ও গন্ডগোল (TMC-BJP MLAs Fight in Assembly ) নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিবহণ মন্ত্রী ফিরহাদের কাছ থেকে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই মুহূর্তে পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী । জানা গিয়েছে, সেখান থেকেই ফোনে সোমবার ঘটনার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী (Mamata's call to Firhad Hakim) ৷ এদিনের ঘটনায় রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷

বিজেপি-র দাবি এদিনের ঘটনায় তাদের সাত বিধায়ক অসুস্থ হয়েছেন ৷ তাঁদের নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । অন্যদিকে, এদিনের ঘটনায় চোট পাওয়া চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন । সবপক্ষেরই খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বিধানসভায় এদিনের নজিরবিহীন ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "বিধানসভায় বিজেপি বিধায়করা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি । এমন ঘটনা পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে নজিরবিহীন । আহত বিধায়কদের খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী ।"

আরও পড়ুন : বিধানসভায় হামলার ঘটনা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

প্রসঙ্গত, বগটুই-কাণ্ডের প্রতিবাদে বিজেপি বিধায়কদের প্রতিবাদে এদিন উত্তাল হয়ে ওঠে বিধানসভা । ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা । সে সময় দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় । হয় ধাক্কাধাক্কি ৷ এদিনের ঘটনায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার ৷ এই ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ অন্যদিকে, রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, "রাজ্যের উন্নয়ন সহ্য করতে পারে না বিরোধীরা । তাই সুপরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.