ETV Bharat / state

Mamata Surprise Visit: আচমকাই স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে পরিদর্শন মুখ্যমন্ত্রীর, হাজিরা নিয়ে তুললেন প্রশ্ন

author img

By

Published : Mar 15, 2023, 3:08 PM IST

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

আচমকা নিজের হাতে থাকা স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরে পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Latest News)৷ সেখানে কর্মীদের কম হাজিরা দেখে তিনি আশ্চর্য হয়েছেন (Mamata Surprise Visit)৷

কলকাতা, 15 মার্চ: বুধবার নবান্নে পৌঁছে আচমকাই মুখ্যমন্ত্রীর নিজের হাতে থাকা স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরে পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Surprise Visit)। সেখানে পৌঁছে দফতরে কম হাজিরা দেখে এক রকম উষ্মা প্রকাশ করলেন তিনি (Department of Home and Hill Affairs)।

এ দিন নবান্নে (Mamata Banerjee Latest News) পৌঁছেই আচমকা চারতলার স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের কর্মীদের ঘর যেখানে, সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় । সম্ভবত তাঁর কাছে আগে থেকেই খবর ছিল যে, এ দিন নবান্নের ওই দফতরে সরকারি কর্মীদের হাজিরা পর্যাপ্ত নয় । জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যখন সেখানে পৌঁছন তখন সেখানে 25 শতাংশ কর্মী উপস্থিত ছিলেন । মুখ্যমন্ত্রী জানতে চান এত কম হাজিরা কেন ? এমনিতেই আজকের দিনটায় কোনও ছুটি নেই । সাধারণ কাজের দিনে সরকারি কর্মচারীদের হাজিরা এত কম হওয়া নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেন তিনি ।

ওই মুহূর্তে উপস্থিত কর্মীদের কাছে তিনি জানতে চান কম হাজিরার কারণ জানতে চান । তিনি এও জানতে চান, এত কম লোকে সরকারের কাজ চলবে কীভাবে ! মুখ্যমন্ত্রী দেখেন, বহু কর্মীর টেবিলে ফাইল জমে রয়েছে । মুখ্যমন্ত্রী জানতে চান হঠাৎ করে এত ফাইল জমে রয়েছে কেন ? কর্মীরা তাঁদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী যে তাতে খুশি হয়েছেন এমনটা নয় ।

তিনি মিনিট 15 সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলেন । এমনটাও জানতে চান যে, ধর্মঘটের দিন কারা কারা উপস্থিত ছিলেন । যদিও মুখ্যমন্ত্রীর এই ঝটিকা পরিদর্শন ও কর্মীদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এখনও মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ।

আরও পড়ুন: রাজ্যে কাজ করে কেন্দ্রীয় হারে ডিএ চাওয়া যাবে না, বললেন মুখ্যমন্ত্রী

যেহেতু সাধারণ কাজের দিনে রাজ্য সরকারের প্রধান প্রশাসনিক ভবন নবান্নেই হাজিরা এত কম, তাও আবার স্বরাষ্ট্রের মতো একটা গুরুত্বপূর্ণ দফতরে, তাহলে কি এই হাজিরা নিয়ে এ বার কড়া হতে চলেছে রাজ্য সরকার ? হাজিরা নিয়ে কি এ বার কোনও নির্দেশিকা জারি হতে চলেছে নবান্নের তরফে ? সময় দেবে এর উত্তর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.