ETV Bharat / state

Mamata meets Deucha Pachami protesters: দেউচা পাচামি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সুর নরম আন্দোলনকারীদের

author img

By

Published : Apr 14, 2022, 11:01 AM IST

দেউচা পাচামি প্রকল্প (Deucha Pachami project) রূপায়ণে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata meets Deucha Pachami protesters)৷

Deucha Pachami
দেউচা পাচামি নিয়ে মুখ্যমন্ত্রী

কলকাতা, 14 এপ্রিল: জমি আন্দোলন তাঁকে বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছে । তাই সিঙ্গুর ও নন্দীগ্রামের ইতিহাসকে ভোলেননি তিনি । বরং তাঁর সরকারের ঘোষিত নীতি, জোর করে অনিচ্ছুকদের জমি নেওয়া হবে না । কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, বীরভূমের হরিণ সিংহা কোল বেল্টে থাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনির কাজ এতদিন বাধা পাচ্ছিল জমি আন্দোলনের জন্যই । এই প্রকল্প থেকে রাজ্যের বিপুল লাভের সম্ভাবনা থাকলেও বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার আন্দোলন এই প্রকল্পের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ।

মূলত বিরোধী দলের প্রশ্রয়ে যখন এই আন্দোলন সরকারের মাথাব্যথার কারণ হচ্ছিল, ঠিক তখন মমতার চালে বেকায়দায় বিরোধীরা । বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata meets Deucha Pachami protesters) আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে সরাসরি সমস্যা সমাধানের চেষ্টা করলেন । আর এই আলোচনার পরই প্রকল্প নিয়ে সুর নরম আন্দোলনকারীদের ।

প্রসঙ্গত, দেউচা পাচামিতে (Deucha Pachami project) যেখানে কয়লা খনি প্রকল্প গড়ে উঠছে সেখানকার 36টি গ্রামের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছে বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা । মূলত ওই মহাসভার নেতৃত্বেই গত কয়েক মাস ধরে প্রস্তাবিত কয়লাখনি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চলছে । এদিন এই বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত ছিল 9 জনের প্রতিনিধি দল । নেতৃত্বে ছিলেন সাদী হাঁসদা । প্রায় আধঘণ্টা কথা হয় দু'পক্ষের । এ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । দেউচা পাচামি প্রকল্প গড়তে গিয়ে কেউ বঞ্চিত হবেন না, তা স্পষ্ট করে আন্দোলনকারীদের বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে মূলত চার দফা দাবির কথা তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন ।

আরও পড়ুন: Meeting on Deocha Pachami : দেউচা পাচামি নিয়ে বৈঠকে প্রশাসন, জমিজটের অভিযোগ অস্বীকার

সূত্রের খবর, বৈঠকে মহাসভার প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee news) কাছে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যে মামলা প্রত্যাহারের পাশাপাশি পাথর খনি এলাকায় যারা অবৈধ ব্যবসা চালাচ্ছে তাদের গ্রেফতারের দাবি জানানো হয় । মুখ্যমন্ত্রী সেই দাবি খতিয়ে দেখার আশ্বাস যেমন দিয়েছেন, তেমনই প্রতিশ্রুতি দিয়েছেন, জমি অধিগ্রহণের জন্য সেরা প্যাকেজই দেওয়া হবে । দেউচা পাচামি খনি প্রকল্প হলে রাজ্য সরকার কী কী প্যাকেজ দেওয়ার কথা ভেবেছে, তা সবিস্তার জানানো হয় । শুধু তাই নয়, গোটা প্রকল্পটি শিল্পের ক্ষেত্রে কতটা ইতিবাচক, সেই বিষয়টিও আন্দোলনকারীদের কাছে তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

বৈঠক শেষে আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়েছে, বেশ কিছু বিষয় সম্পর্কে ভুল ধারণা দূর হয়েছে । নিজেদের গ্রামে ফিরে গিয়ে স্থানীয়দের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন তাঁরা ।

আরও পড়ুন: Mamata on Deucha Pachami : দেউচা পাচামি প্রকল্পে জমিদাতাদের ক্ষতিপূরণ দিলেন মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, দেউচা পাচামি প্রকল্পের জন্য প্রয়োজন 3400 একর জমির । এর মধ্যে মাত্র হাজার একর জমি সরকারের হাতে রয়েছে । জমিদাতাদের সম্মতিতে প্রায় সাড়ে সাতশো একর জমি পেয়েছে সরকার । সাড়ে চার হাজার জনের মধ্যে মাত্র 1900 জন জমি দেওয়ার জন্য রাজি হয়েছেন । কিন্তু বাকি জমি নিয়েই বিবাদ শুরু হয়েছে । বুধবারের বৈঠকের পর খুব শিগগিরই বাকি জমি পাওয়া যাবে বলে আশাবাদী সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.