ETV Bharat / state

Mamata Banerjee: পৃষ্ঠপোষক বদলে ভাগ্য বদল নাকতলার, মমতার হাত ধরেই পুজোর উদ্বোধন

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 9:59 PM IST

ETV Bharat
নাকতলার পজো উদ্বোধন মমতার

এবছর নাকতলা উদয়ন সংঘের পুজোর পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ৷ গত বছর উদ্বোধনে না গেলেও, এবছর এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মমতা ৷ একদা পার্থ চট্টোপাধ্যায়ের পুজো নামে পরিচিত ছিল নাকতলা উদয়ন সংঘ ৷

কলকাতা, 14 অক্টোবর: এক বছরের ব্যবধানে ভাগ্য বদলালো নাকতলা উদয়ন সংঘের । গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় নাকতলা উদয়ন সংঘের অন্যতম কর্মকর্তা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধনের তালিকা থেকে বাদ পড়েছিল কলকাতার এই জনপ্রিয় পুজোটি । পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী থাকাকালীন প্রত্যেক বছর নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুজো প্রাঙ্গণে গিয়ে পুজো উদ্বোধন করতেন ৷ কিন্তু গত বছর দুর্গাপুজো হলেও নিয়োগ দুর্নীতির বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রীর পুজা উদ্বোধনের তালিকায় ছিল না নাকতলা । কিন্তু এবার ভাগ্য বদল হল এই পুজোর উদ্যোক্তাদের ৷

এবছর পায়ের চোটের কারণে পুজো মণ্ডপে গিয়ে পুজো উদ্বোধন করতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার বদলে কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি বিভিন্ন পুজোর উদ্বোধন করছেন তিনি । শনিবার তিনি কলকাতার মোট 18টি পুজোর উদ্বোধন করেছেন । তার মধ্যে প্রথমেই ছিল নাকতলার নাম । একদা নাকতলার পুজোর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক পার্থ চট্টোপাধ্যায়, গত একবছরের বেশি সময় ধরে জেলবন্দি । গতবছরের দুর্গাপুজোর সময়েও পার্থ জেলেই ছিলেন । সেবার নাকতলার পুজোর উদ্বোধনে যেতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকেও । এবার নাকতলার পুজোর অন্যতম পৃষ্ঠপোষক হয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস । তবে এবার শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি নাকতলার পুজোর উদ্বোধনে করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিন মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিয়েছেন এবার কার্নিভালে নাকতলার কর্মকর্তাদের সঙ্গে তাঁর দেখা হবে । গত বছর কার্নিভালেও সুযোগ পায়নি নাকতলা । মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট এবার কার্নিভালেও এই পুজো কমিটি ডাক পাচ্ছে । রাজনৈতিক মহল মনে করছে বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । ক্লাবের দুই কর্তা প্রসেনজিৎ দাস ও অঞ্জন দাসের প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: পায়ে সেপটিক হয়েছিল, লড়াই করে ফিরেছেন; জানালেন মমতা

গত বছর এই পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী না করলেও এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "প্রত্যেক বছর আমি এই পুজোয় যাই, আপনারা ভালোই করেন । আমার পায়ে চোটের কারণে আমি সশরীরে যেতে পারছি না । তবে আগামী ২৭ তারিখ কার্নিভালে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ।" একইসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সুরুচি সংঘের পুজোর উদ্বোধনও করেছেন । এদিন সুরুচি সংঘের উদ্বোধনে মুখ্যমন্ত্রী এই পুজোর ভূয়শী প্রশংসা করেছেন । এমনকি বাংলার শিল্পীদের কাজের মাধ্যমে প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে এবার এই পুজোর থিম হয়েছে শুনে মণ্ডপ সংরক্ষণের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী । প্রত্যেক বছর কলকাতার যে কটি পুজার উদ্বোধন করেন মমতা, তার মধ্যে থাকে সুরুচি সংঘও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.