ETV Bharat / state

Mamata Banerjee on Book Writing: 'রাজনৈতিক ব্যক্তিরা কি বই লিখতে পারেন না ?' প্রশ্ন মমতার

author img

By

Published : Jan 30, 2023, 4:15 PM IST

Mamata Banerjee comments on Book Writing during Kolkata International Book Fair 2023 Inauguration
বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী

সোমবার কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন (Kolkata International Book Fair 2023 Inauguration) করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মঞ্চে বই লেখা নিয়ে কেন এবং কী মন্তব্য (Mamata Banerjee on Book Writing) করলেন তিনি ?

কলকাতা, 30 জানুয়ারি: সম্প্রতি একটি গ্রন্থাগারের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাই নিয়ে রাজ্য রাজনীতিতে কম বিতর্ক হয়নি ৷ তবে, সেই বক্তব্য রাখতে গিয়ে কখনই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেননি বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ এদিকে, সোমবার ছিল কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন (Kolkata International Book Fair 2023 Inauguration) ৷ সেই মঞ্চেই এ নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ তবে মুখ্যমন্ত্রীও এক্ষেত্রে কারও নামোল্লেখ করেননি ৷ এদিন মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন (Mamata Banerjee on Book Writing), "রাজনৈতিক ব্যক্তিরা কি বই লিখতে পারেন না ? একজন রাজনৈতিক নেতা তখনই নিজেকে রাজনীতিক বলে প্রতিষ্ঠিত করতে পারেন, যখন তিনি নিজেকে সামাজিক জীব হিসেবে তুলে ধরতে সমর্থ হন, যখন তিনি সমাজ সংস্কারের কাজে মন দেন ৷ তাহলে সবকিছুতেই নেতিবাচক ভাবনা কেন ?"

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, "সবকিছুতেই আমাদের চিন্তাধারা নেগেটিভ হয়ে গিয়েছে ৷ আমি বলব, নেতিবাচক কথাবার্তা সরিয়ে রেখে আমাদের শান্তি এবং সৌভ্রাতৃত্ব রক্ষার্থে এগিয়ে আসা উচিত ৷ দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা উচিত ৷ গণতন্ত্র রক্ষার্থে আমাদের সরব হতে হবে ৷ ইতিহাস, ভূগোল, মানুষের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে ৷ হেট স্পিচের আমি তীব্র নিন্দা করি ৷ সকলকে নম্র, ভদ্র হতে হবে ৷"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কবিতা নিয়ে কটাক্ষ বিচারপতির, পালটা তোপ তৃণমূলের

মমতার কথায়, "আমাকে কারও পছন্দ নাও হতে পারে ৷ আমি সমলোচনার ঊর্ধ্বে নই ৷ কেউ আমার সমলোচনা করলে আমি খুশি হই ৷ সমলোচনা থেকে যদি আমি কিছু শিখতে পারি, তার থেকে বড় জিনিস আর কী হতে পারে ! কেউ খারাপ বলে বলুক, তুমি খারাপ বোলো না ৷"

মমতা এদিন আরও বলেন, "আজকাল সমালোচনা একটু বেশিই হয় ৷ একটা উইপোকা কামড়ালেও তা নিয়ে সমালোচনা হচ্ছে ! অথচ এত ভালো বই লেখা হচ্ছে, তা নিয়ে একটিও কথা বলা হচ্ছে না ৷" এখানেই মমতার প্রশ্ন, "রাজনৈতিক লোকেরা কি বই লিখতে পারেন না ? রাজনৈতিক লোক আগে সামাজিক জীব ৷ তাহলে নেতিবাচক ভাবনা কেন !"

প্রসঙ্গত, খিদিরপুরের মাইকেল মধুসূদন গ্রন্থাগারে গিয়ে কারও নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, "কবিতার প্রথম লাইন, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং ! এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে ? আমার মনে হয়, কেউ পড়বে না ৷" ওয়াকিবহাল মহলের বক্তব্য, রাজ্যের প্রশাসনিক প্রধানকে লক্ষ্য করেই এই আক্রমণ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ সোমবার মমতা তারই জবাব দিলেন বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.