ETV Bharat / state

Mamata on UCC: প্রাইভেট মেম্বার বিল এনেই ইউনিফর্ম সিভিল কোড আইনে পরিণত করতে চায় কেন্দ্র, অভিযোগ মমতার

author img

By

Published : Feb 15, 2023, 8:17 PM IST

ইউনিফর্ম সিভিল কোড নিয়ে প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Uniform Civil Code) ৷ তাঁর দাবি, প্রাইভেট মেম্বার বিল এনেই ইউনিফর্ম সিভিল কোড আইনে পরিণত করতে চায় কেন্দ্র ৷

Mamata on UCC
Mamata on UCC

কলকাতা, 15 ফেব্রুয়ারি: এক দেশ, এক আইন - এই ইস্যুতে মাঝেমধ্যেই তর্কের তুফান ওঠে বিজেপি (BJP) ও তার বিরোধীদের মধ্যে ৷ অনেকেই দেশে ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) চালুর দাবিতে সরব হন ৷ আবার কারও কারও দাবি, ভারতের বৈচিত্রপূর্ণ একটি দেশে এই ধরনের আইন বলবৎ করা উচিত নয় ৷ এই পরিস্থিতিতে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ইউনিফর্ম সিভিল কোড চালু করতে চাইছে ৷ এই বিলকে আইনে পরিণত করার পরিকল্পনাও করছে ৷ কী সেই পরিকল্পনা, সেটাও এদিন স্পষ্ট করেছেন মমতা ৷

বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় 2023-24 আর্থিক বছরের জন্য বাজেট পেশ হয় (Bengal Budget 2023-24) ৷ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷ তার পর বাইরে এসে কিছুক্ষণের জন্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই বিবিসি (BBC)-র অফিসে আয়কর দফতরের অভিযান থেকে বিচারব্যবস্থা নিয়ে প্রতিক্রিয়া দেন ৷ তোপ দেগেন বিজেপির বিরুদ্ধে ৷ তারই মাঝে ইউনিফর্ম সিভিল কোড নিয়েও নিজের মতামত প্রকাশ করেন ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দাবি, ‘‘গতকাল তাদের (বিজেপির) সদস্য়কে দিয়ে ইউনিফর্ম সিভিল কোড বিল পেশ করেছে ৷ আমি সমস্ত ধর্ম, জাতি, বর্ণকে সমর্থন করি ৷’’ ফলে এটা স্পষ্ট যে এই ধরনের কোনও বিলের পক্ষে যে তৃণমূল কংগ্রেস থাকবে না, তা এদিন বুঝিয়ে দিয়েছেন দলের চেয়ারপার্সন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, বিভিন্ন ইস্যুতে কোনও সাংসদ ব্যক্তিগতভাবে চাইলে বিল আনতে পারে সংসদে ৷ যাকে প্রাইভেট মেম্বার বিল (Private Member Bill) বলা হয় ৷ সাধারণত, এই বিল পেশের আগে খারিজ হয়ে যায় ৷ ফলে বিষয়টিকে সেভাবে কেউ গুরুত্ব দেয় না ৷ কিন্তু গত ডিসেম্বরে শীতকালীন অধিবেশনে বিজেপির এক সাংসদ প্রাইভেট মেম্বার বিল হিসেবে ইউনিফর্ম সিভিল কোড পেশ করতে চান ৷ সেই সময় বিরোধিতা হয়েছিল বিরোধী পক্ষের তরফে কিন্তু ট্রেজারি বেঞ্চের বিষয়টি নিয়ে আলোচনায় আপত্তি নেই বলে জানানো হয়েছিল ৷

বুধবার কার্যত সেই বিষয়টিই তুলে ধরতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘কিন্তু তারা (বিজেপি) বলবে যে এটা প্রাইভেট মেম্বার বিল ৷ কিন্তু পরিকল্পনা হচ্ছে, প্রাইভেট মেম্বার প্রথমে বিল আনবে ৷ আর সরকার তাকে সমর্থন করবে ৷ তার মানে সরকার বিল পাস করার পর বলবে, এটা আইন ৷’’

একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে মমতার অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে চাইছে ৷ কিন্তু বিচার ব্যবস্থা নিরপেক্ষ হওয়া উচিত ৷ মমতার মতে, ‘‘একমাত্র বিচারব্যবস্থাই পারে দেশকে বাঁচাতে ৷’’

আরও পড়ুন: বিবিসি ইস্যুতে হিটলারের সঙ্গে মোদির তুলনা মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.