ETV Bharat / state

নবান্নে কোরোনা আতঙ্ক, পৃথক হল মুখ্যমন্ত্রীর গাড়ি পার্কিং ব্যবস্থা

author img

By

Published : Jun 10, 2020, 7:18 AM IST

কোরোনা আতঙ্কের কারণে পৃথক করা হল মুখ্যমন্ত্রীর গাড়ি পার্কিং ব্যবস্থা ৷ দুজন আমলার গাড়িচালক কোরোনা পজ়িটিভ হওয়ায় মুখ্যমন্ত্রীর সুরক্ষার জন্য় এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

নবান্নে কোরোনা আতঙ্ক, পৃথক করা হল মুখ্যমন্ত্রীর গাড়ি পার্কিং ব্যবস্থা
নবান্নে কোরোনা আতঙ্ক, পৃথক করা হল মুখ্যমন্ত্রীর গাড়ি পার্কিং ব্যবস্থা

কলকাতা, 9 জুন: কোরোনা আতঙ্ক জেঁকে বসেছে নবান্নে । যার জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে । এবার থেকে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গাড়ির পাশে অন্য কোনও গাড়ি রাখা যাবে না । অন্যদের গাড়ি রাখার জন্য পৃথক জায়গা বেছে নিতে হবে ।

কয়েকদিন আগে নবান্নের দু'জন আমলার গাড়িচালকের শরীরে কোভিড-19 পজ়িটিভ সংক্রমণ ধরা পড়ে । তারপর থেকেই নবান্ন চত্বরে ছড়িয়েছে তীব্র আতঙ্ক । সংক্রমণ ঠেকাতে মুখ্যমন্ত্রীর গাড়ি পার্কিং ব‍্যবস্থা পৃথক করা হয়েছে ৷ নবান্নের বেসমেন্টে আমলা ও সচিবদের গাড়ির পাশে থাকে মুখ্যমন্ত্রীর গাড়িও । রাজ‍্যের প্রশাসনিক প্রধানের গাড়িকে অন্যদের গাড়ি থেকে দূরে রাখতে শুরু হয় তোড়জোড় । সেই মতো সিদ্ধান্ত হয়, এবার থেকে নবান্নের বেসমেন্টে মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কারও গাড়ি থাকবে না । অন্যদের গাড়ির জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা থাকবে‌ । কিছুদিন আগে দুই আমলার গাড়িচালকের শরীরে সংক্রমণ ধরা পড়ায় স‍্যানিটাইজ় করা হয়েছিল গোটা নবান্ন । 2 দিন ধরে স‍্যানিটাইজ় করা হয় নবান্ন । এবারে বদলাল মুখ্যমন্ত্রীর গাড়ি পার্কিংয়ের জায়গাও ।

এ রাজ্যে কোরোনা সংক্রমণের একদম প্রথম দিকে নবান্নের এক আমলার ছেলের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে । তখন নবান্নে আতঙ্ক ছড়িয়েছিল । এবারে দু'জন আমলার গাড়ি চালক কোরোনা পজ়িটিভ হওয়ায় ফের আতঙ্ক ছড়িয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.