ETV Bharat / state

Khela Hobe Project: রাজ্যের টাকাতেই 100 দিনের প্রকল্প, নাম 'খেলা হবে'; ঘোষণা মমতার

author img

By

Published : Jul 21, 2023, 3:33 PM IST

Updated : Jul 21, 2023, 7:31 PM IST

Khela Hobe Project
Khela Hobe Project

Mamata Announces State 100 Days Project Khela Hobe: রাজ্যের টাকাতেই 100 দিনের প্রকল্প চালানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রকল্পের নাম হবে খেলা হবে ৷

রাজ্যের টাকাতেই 100 দিনের প্রকল্প, নাম 'খেলা হবে'

কলকাতা, 21 জুলাই: যতদিন কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজে রাজ্যের বকেয়া টাকা না দিচ্ছে, ততদিন রাজ্যের টাকাতেই এই কাজ করানো হবে ৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ঘোষণা করেন, এই প্রকল্পের নাম হবে 'খেলা হবে' ৷

100 দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যে শুধুমাত্র এই এক প্রকল্পেই রাজ্যের বকেয়া বরাদ্দ এক লক্ষ 15 হাজার কোটি টাকা । এই টাকা আদায়ে শুক্রবার একুশে জুলাইয়ের দিনে দিল্লি চলোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, কেন্দ্রীয় সরকার যতদিন পর্যন্ত 100 দিনের কাজের টাকা না দেয়, রাজ্য নিজের অর্থতেই একশো দিনের প্রকল্পে কাজ করাবে । আর নতুন এই প্রকল্পের নাম হবে খেলা হবে ।

একুশের বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগানকে সামনে রেখে লড়াইয়ে অভাবনীয় সাফল্য পেয়েছিল তৃণমূল কংগ্রেস । চব্বিশে আরও একটা নির্বাচন । এ বার লোকসভাতে তৃণমূলের অস্ত্র সেই খেলা হবে । যে 100 দিনের কাজের বঞ্চনা নিয়ে গ্রামে গ্রামে ক্ষোভ রয়েছে গরিব মানুষের, সেই মহাত্মা গান্ধি গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা যোজনার জব কার্ডকে কাজে লাগিয়ে রাজ্য নিজে কর্মসংস্থান দিতে চাইছে । তারই নাম খেলা হবে ।

এ দিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "100 দিনের প্রকল্পের কাজ এমনিতেই দেওয়া হয় বছরে 40 দিন । কিন্তু এখানে সেই কাজ অনেক বেশি হয়েছে । কেন্দ্র বলছে, সেই টাকা দেবে না । তাই বলে বাংলার মানুষেরা কাজ পাবে না এমন তো হতে পারে না । বাংলা এ বার নিজের টাকায় 100 দিনের প্রকল্প চালু করবে । তার টাকাও জোগাড় করা হচ্ছে । হচ্ছে কেন, হয়ে গিয়েছে । বাংলায় কর্মসৃষ্টির নতুন প্রকল্পের নাম হবে খেলা হবে ।"

আরও পড়ুন: একুশে জুলাইয়ে ধর্মতলায় জনস্রোত, কী বার্তা দিলেন মমতা-অভিষেক ? দেখে নিন একনজরে

তৃণমূল নেত্রী এ দিন আশ্বাসবাণী দিয়ে বলেছেন, এ বার বাংলার সরকারের টাকাতেই যাতে 100 দিনের কাজ হয়, সেই পরিকল্পনা করা হচ্ছে । যতদিন পর্যন্ত কেন্দ্র টাকা না দেবে, ততদিন পর্যন্ত জব কার্ড হোল্ডারদের সেই কাজ দেওয়া হবে । একইসঙ্গে, এ দিন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন তিনি ।

মমতার কথায়, "চারদিকে জিনিসপত্রের দাম বাড়ছে । এখান থেকে বসে কোন কোন নেতা বলবেন, বাংলাকে ভাতে মারো । এভাবে বাংলাকে ভাতে মারা যাবে না, বাংলা এখন অনেক শক্তিশালী । বাংলায় এখন এত প্রকল্প । এমনটা আর কোনও রাজ্যে নেই । বিশ্বে নেই । মনে রাখবেন, সামাজিক সুরক্ষায় আমরা দেশে প্রথম ।"

মমতা এ দিন বলেন, বাংলার সাফল্যেই জ্বলছে বিজেপি । নীতি আয়োগ বলছে, গত এক বছরে 11 শতাংশ দারিদ্র কমিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ । আর দশ বছরের হিসেবে 26 শতাংশ । বাংলায় কর্মসংস্থান বেড়েছে 40 শতাংশ, আর গোটা ভারতে 45 শতাংশ কমেছে । 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে । কারণ পরপর পাঁচ বার বাংলা প্রথম হয়েছে । 100 দিনের কাজ, যা গরিব মানুষের জন্য, তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: চেয়ার নয় বিজেপিকে হারানোই মূল লক্ষ্য, একুশের মঞ্চ থেকে বার্তা মমতার

এ দিন অভিষেকের কর্মসূচি নিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন মমতা । তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 100 দিনের প্রাপ্য না পেলে 2 অক্টোবর দিল্লিতে ধরনা করবেন । আমাদের টাকা না দিলে, গান্ধিজির জন্মদিনে আমরা সবাই দিল্লি যাব । রাস্তায় আটকালে যেখানে আটকাবে, সেখানেই ধরনা হবে ।"

Last Updated :Jul 21, 2023, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.