ETV Bharat / state

বিধানসভায় তপ্ত মমতা, ফের উস্কে দিলেন বিজেপি-কমিশন আঁতাতের অভিযোগ

author img

By

Published : Jul 6, 2021, 7:52 PM IST

অনেক জায়গায় ভিভিপ্যাট গোনা হয়নি । আমি হলফ করে বলতে পারি নির্বাচন কমিশন যদি মদত না করত, তাহলে বিজেপি 30 টা আসনও পেত না । বিধানসভার অধিবেশন কক্ষে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Mamata Banerjee
বিধানসভায় মমতা

কলকাতা, 6 জুলাই : বিধানসভায় আজ রাজ্যপালের জবাবি ভাষণের আলোচনা । আর শুরু থেকেই বিধানসভার অভিবেশন কক্ষ তোলপাড় । শুভেন্দু অধিকারীকে ভাষণে বাধা দেওয়া । তারপর বিজেপি বিধায়কদের ওয়াক আউট । আর তারও পরে বিরোধীদের কার্যত তুলোধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সবমিলিয়ে বর্ণময় বিধানসভার অধিবেশন কক্ষ ।

নিজের বক্তব্য পেশ করার শুরুতেই তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী । শুরু থেকেই কার্যত নিশানায় বিরোধী শিবির । একের পর এক আক্রমণ । বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের গোপন আঁতাতের অভিযোগও আরও একবার উস্কে দিলেন । বলতে শুরু করলেন, "বাংলায় ক্ষমতা দখলের জন্য কী করেনি ? কুৎসা, অপপ্রচার, ডিআইজি, আইসি বদল করা হয়েছে । অনেক জায়গায় ভিভিপ্যাট গোনা হয়নি । আমি হলফ করে বলতে পারি নির্বাচন কমিশন যদি মদত না করত, তাহলে বিজেপি 30 টা আসনও পেত না ।"

কমিশন আর বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেন, " 5 তারিখের পর থেকে আমি দায়িত্ব নিয়েছি । অনেকে প্রশ্ন তুলছেন । অতো সহজ নয় প্রশাসন চালানো । বন্দুকের গোলার সামনে দাড় করিয়ে নির্বাচন করিয়েছে । বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে বাংলার মানুষের মেরুদন্ড কেউ ভাঙতে পারে না । । আট দফায় কখনও নির্বাচন হয়নি । আমরা কেবল বলেছি খেলা হবে ও জয় বাংলা । আগামী দিনে হবে খেলা হবে দিবস ।"

আরও পড়ুন : বিধানসভাতে বিরোধীদের কণ্ঠস্বর আক্রান্ত হওয়ার অভিযোগে ওয়াকআউট বিজেপির

ভ্যাকসিন প্রসঙ্গে বিজেপি মিথ্যা বলতে বলেও অভিযোগ মমতার । বললেন, "লজ্জা লাগে না? অনেক ভ্যাকসিন আমাদের কিনতে হয়েছে । আমরা 2 কোটি 25 লাখ ভ্যাকসিন কিনেছি । অন্যান্য রাজ্যকে 3 কোটি, সাড়ে 3 কোটি ভ্যাকসিন দিয়েছে । আমাদের দেয়নি । সাধারন মানুষকে এর হয়রানি পোহাতে হচ্ছে ।"

তাঁর আরও অভিযোগ, কেন্দ্র এক পয়সাও দেয়নি । প্রধানমন্ত্রী বলেছেন 500 কোটি টাকা অ্যাডভান্স দেবে । রাজ্যের পাওনা টাকা থেকে দিয়েছে । বললেন, "আমরা বাম জমানায়ও বাংলার বদনাম করিনি । বাংলাটা আমাদের । গেরুয়াধারীদের বলি বাংলা এখনও অনেক বিষয়ে এগিয়ে ।" এই প্রসঙ্গে সবুজ সাথীর সাইকেল, কৃষক ভাতা, বেকার ভাতা সহ একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেন । পুরুলিয়ায় ফ্রেট করিডর শিল্পের জন্য 72 কোটি টাকা বিনিয়োগের কথাও বলেন ।

আরও পড়ুন : রাজ্যে এবার খেলা হবে দিবস, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নির্বাচনে আগে ও পরে বিজেপি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে বাংলায় হিংসা চালানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি । মুখ্যমন্ত্রীর অভিযোগ, "অন্য রাজ্যের ভিডিয়ো নিয়ে বাংলার বলে চালানোর চেষ্টা হয়েছে । এই নিয়ে 93 টি মামলা নথিভুক্ত হয়েছে । 477 টি ভিডিয়ো ব্লক করা হয়েছে ।"

বিজেপি নেতাদের একাংশের তরফে পৃথক উত্তরবঙ্গের যে দাবি করা হচ্ছিল, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "উত্তরবঙ্গ ভাগ করার চেষ্টা করে লাড্ডু খেয়ে যাচ্ছেন । বাংলায় একটাই লাড্ডু পাবেন, নারকেল নাড়ু । বাংলাকে ভাগ করতে দিচ্ছি না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.