ETV Bharat / state

Mamata Accuses BJP: বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে পুলিশের উপর হামলা, অভিযোগ মমতার

author img

By

Published : Apr 26, 2023, 4:15 PM IST

Updated : Apr 26, 2023, 5:05 PM IST

Mamata Accuses BJP
Mamata Accuses BJP

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটেছে ৷ এই ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশও দিয়েছেন তিনি ৷

কলকাতা, 26 এপ্রিল: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পুলিশের উপর আক্রমণের ঘটনার কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, বিজেপি বিহার থেকে লোক নিয়ে এসে কালিয়াগঞ্জে পুলিশের আক্রমণ হয়েছে ৷ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করাই বিজেপির উদ্দেশ্য ৷ এই নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ৷ সেদিন সকালে ওই থানা এলাকায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় ৷ পরিবারের তরফে অভিযোগ করা হয় যে ওই কিশোরীকে গণধর্ষণের পর খুন করা হয়েছে ৷ এই নিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয় পরিবারের সদস্য ৷ দেহ আটকে বিক্ষোভ হয় ৷ দেহ উদ্ধারে গিয়ে আক্রান্ত হয় পুলিশ ৷ পরে মৃতদেহ উদ্ধার নিয়ে বিতর্ক তৈরি হয় ৷

এই নিয়েও এদিন প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, মৃতদেহ ওইভাবে নিয়ে যাওয়া উচিত হয়নি ৷ কিন্তু পাথর ছোড়া হচ্ছিল তো ৷ এই জায়গায় ভুল হয়েছে ৷ সেই কারণে সাসপেন্ড করা হয়েছে চারজনকে ৷ পরে সেগুলো পর্যালোচনা করা হবে ৷

এদিকে এই ঘটনা নিয়ে মঙ্গলবার কালিয়াগঞ্জে বিক্ষোভ হয় ৷ অগ্নিসংযোগ করা হয় থানায় ৷ পরে পুলিশ কর্মীদের একটি ঘরের মধ্যে আটকে মারধরের ভিডিয়ো সামনে এসেছে ৷ সামগ্রিক ঘটনা নিয়ে সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, ‘‘বিহারের থেকে লোক এনে গুন্ডামি করেছে, জল্লাদগিরি করেছে ৷ মহিলা পুলিশ আক্রান্ত হয়েছে ৷ সরকারি সম্পত্তি পুড়িয়েছে ৷ এটা নিয়েও কঠোরভাবে তদন্ত করতে বলব ৷’’ পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘‘দলমত দেখার দরকার নেই সোজা গ্রেফতার করুন ৷ সম্পত্তি বাজেয়াপ্ত করুন ৷’’

পাশাপাশি এই নিয়ে বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ বিহার থেকে বিজেপিই লোক এনেছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করাই একমাত্র লক্ষ্য বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

আরও পড়ুন: 'বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুমিছিল হত', কালিয়াগঞ্জে হামলাকারীদের গ্রেফতারির দাবি কুণালের

Last Updated :Apr 26, 2023, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.