ETV Bharat / state

NRC-র নামে কাউকে দেশ থেকে তাড়ানো যাবে না : সেলিম

author img

By

Published : Aug 31, 2019, 10:54 PM IST

"গরিব মানুষ, কৃষকরা চাষবাসের জন্য, রুটি-রুজির জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যান । তাঁদের কী হবে?" প্রশ্ন প্রাক্তন CPI(M) সাংসদ মহম্মদ সেলিমের । প্রশ্ন করেন , "প্রাকৃতিক দুর্যোগে বন্যায় যাঁদের বাড়িঘর ভেসে গেছে তাঁরা কোথায় পাবেন নাগরিকত্বের তথ্য? দেশের সরকার একদম মানবিকই নয় ।"

মহম্মদ সেলিম

কলকাতা, 31 অগাস্ট : জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশের পর তা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন একের পর এক বিরোধী দলের নেতা ৷ বাদ গেলেন না CPI(M) পলিটবিওরো সদস্য মহম্মদ সেলিমও । আজ আলিমু্দ্দিন স্ট্রিটে CPI(M)-এর রাজ্য সদর দপ্তরে NRC ইশুতে ক্ষোভ উগরে দেন তিনি । দায়ি করেন কেন্দ্রীয় সরকারকে ৷ NRC নিয়ে সংসদের ভিতরের এবং বাইরের মানুষ আশঙ্কায় রয়েছেন বলে মনে করছেন তিনি ৷

সেলিম বলেন, "কিছুদিন ধরে জাতীয় নাগরিকপঞ্জির নামে যা চলছে তা অসংখ্য মানুষের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ সংসদের ভেতরে এবং বাইরে প্রচুর মানুষ আশঙ্কায় রয়েছেন । দেশের সরকার মানুষকে বিভ্রান্ত করছে । অসমসহ গোটা দেশের মানুষ আজ বিপন্ন । নাগরিকপঞ্জি নিয়ে দেশের মানুষকে মানবিক আঘাত করছে দেশের সরকার । মানুষকে মানুষ হিসেবে না দেখে, তাঁর কাছে কী তথ্য আছে তা জানতে চাওয়া হচ্ছে । বিষয়টি চূড়ান্ত অমানবিক । গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে দেশের সরকার ।"

অনেকেই আছেন যাদের রুটি-রুজির জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় ৷ তাঁদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সেলিম সাহেব ৷ বলেন, "সেই সমস্ত মানুষের কী হবে যাদের নিজেদের রুটি-রুজির জন্য এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয়?" পাশাপাশি তাঁর আরও প্রশ্ন, "প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় যাদের বাড়িঘর ভেসে গেছে তাঁরা কোথায় পাবেন নাগরিকত্বের তথ্য?" তাঁর কথায়, " দেশের সরকার একদম মানবিকই নয় । নাগরিকত্বের নাম করে মানুষকে বিপদে ফেলার জন্য এই চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে ৷"

অনেক ক্ষেত্রে দেখা গেছে একই পরিবারের সব সদস্যের নাম তালিকায় ওঠেনি ৷ যা নিয়ে সেলিম বলেন, "কোনও পরিবারে চারজন সদস্য থাকলে দেখা যাচ্ছে নাগরিকপঞ্জিতে তিনজনের নাম আছে । অথচ একজনের নাম নেই । সেনাবাহিনীতে কর্মরত কার্গিলের যোদ্ধার নামও বাদ দেওয়া হয়েছে নাগরিকপঞ্জি থেকে । কেন ? সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে ওই ব্যক্তির পরিচয়পত্র যাচাই হয়নি? সারাজীবন অধ্যাপনা করে আসা ব্যক্তির নামও নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে । আসলে ভাষা ও ধর্মের নামে দেশকে ভাগ করতে চাইছে BJP সরকার ৷"


সেলিমের মতে, অহমিয়া ও অ-অহমিয়াদের মধ্যে মূলত বিভেদ তৈরি করার জন্য নাগরিকপঞ্জিকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার ৷ বলেন, "অসমের মানুষের ঐক্য ভাঙার খেলায় নেমেছে BJP । অহমিয়া এবং অ-অহমিয়াদের মধ্যে বিভেদ তৈরির জন্য নাগরিকপঞ্জিকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার । বাঙালি হিন্দুদের নাগরিক হিসেবে স্বীকৃতি এবং বাঙালি মুসলিমদের বাংলাদেশে তাড়ানোর মধ্যে দিয়ে BJP-র মানসিকতা স্পষ্ট হয়ে যায় যে তারা বিভেদের রাজনীতি করছে ।"

সবশেষে NRC নিয়ে CPI(M)-এর অবস্থান স্পষ্ট করেন তিনি ৷ বলেন, "এই বিষয়ে CPI(M) স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ভারতীয় নাগরিকদের বিদেশে পাঠানো যাবে না । যদি তা হয় তবে দেশজুড়ে লাগাতার আন্দোলন শুরু হবে ।" তিনি আরও বলেন, "নতুন করে কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া চলবে না । ধর্মের নামে হিংসা বা ভাগাভাগি বরদাস্ত করবে না দেশের মানুষ ৷ নাগরিকপঞ্জি নিয়ে কোনও সমস্যা যাতে না হয় সেদিকে কড়া নজর দিতে হবে ভারত ও অসম সরকারকে ৷ এই বিষয়ে দুই সরকারের কাছে আবেদন জানিয়েছি ।"

Intro:Body:নাগরিকপঞ্জির সুযোগ নিয়ে জাতিদাঙ্গা শুরু করতে চাইছে বিজেপি সরকার। আজ একথা জানিয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।
জাতীয় নাগরিক পঞ্জির নামে যা চলছে কিছুদিন ধরে তা অসংখ্য মানুষের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তিনি। সংসদের ভেতরে এবং বাইরে প্রচুর মানুষ আশঙ্কায় রয়েছেন। কি হতে চলেছে। দেশের সরকার বিভ্রান্ত করছেন গোটা দেশের মানুষকে। দেশভাগের পর, উদ্বাস্তু সমস্যার পরে, এই মারাত্মক ঘটনা ঘটাচ্ছে দেশের সরকার। অভিযোগ সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের।
আসামের মানুষ সহ গোটা দেশের মানুষ আজ বিপন্ন। নাগরিক পঞ্জি নিয়ে দেশের মানুষকে মানবিক আঘাত করছে দেশের সরকার।মানুষকে মানুষ হিসেবে না দেখে, তার কাছে কি তথ্য আছে তা জানতে চাওয়া হচ্ছে। যা চূড়ান্ত অমানবিক। গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে দেশের সরকার। দুর্বল পেশার মানুষ, যারা চাষবাসের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যান। রুটি রুজির জন্য। তাদের কি হবে? প্রশ্ন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিমের।
প্রাকৃতিক দুর্যোগ বন্যায় যাদের বাড়িঘর ভেসে গিয়েছে তারা কোথায় পাবেন নাগরিকত্বের তথ্য। দেশের সরকার একদম মানবিকই নয়। মানুষকে বিপদে ফেলছে নাগরিকত্বের নাম করে অভিযোগ সেলিমের।
চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে। দেখা যাচ্ছে এক পরিবারের তিনজনের নাম আছে। একজনের নাম নেই। সেনাবাহিনীতে কর্মরত কারগিলের যোদ্ধা তার নাম বাদ দেওয়া হয়েছে নাগরিকপঞ্জি তালিকা থেকে। সারাজীবন অধ্যাপনা করে আসলেন এমন ব্যক্তির নাম ও নাগরিক পঞ্জি থেকে বাদ। ভাষা ও ধর্মের নামে দেশকে ভাগ করতে চাইছে বিজেপি সরকার বলে অভিযোগ করেছেন মহম্মদ সেলিম।
অসমের মানুষের ঐক্য ভাঙার খেলায় নেমেছে বিজেপি। অসমিয়া এবং অ-অসমিয়াদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য নাগরিকপঞ্জি কে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। বাঙালি হিন্দুদের নাগরিক হিসেবে স্বীকৃতি এবং বাঙালি মুসলিমদের বাংলাদেশে তাড়ানোর মধ্যে দিয়ে বিজেপির মানসিকতা স্পষ্ট হয়ে যায় তারা বিভেদের রাজনীতি করছে। চূড়ান্ত তালিকা থেকে প্রায় কুড়ি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তাদের ভবিষ্যত কী হবে তা নিয়ে উদ্বিগ্ন মহম্মদ সেলিম। শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হবে তাদের। সিপিআইএম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ভারতীয় নাগরিকদের বিদেশে পাঠানো যাবে না। গোটা দেশজুড়ে তাহলে লাগাতার আন্দোলন শুরু হবে। নাগরিকপঞ্জির তালিকায় নাম না থাকার আশঙ্কায় অনেকে ইতিমধ্যে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন প্রাক্তন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম।
শরণার্থী শিবিরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে অনেক মানুষের। নতুন করে কাউকে এ দেশ থেকে তাড়িয়ে দেওয়া চলবে না। ধর্মের নামে দাঙ্গা বা ভাগাভাগি বরদাস্ত করবে না দেশের মানুষ, বলে জানিয়েছেন তিনি। ভারত এবং আসাম সরকারের প্রতি আবেদন জানিয়েছেন মহম্মদ সেলিম। তিনি জানান, নাগরিক পঞ্জি নিয়ে কোন সমস্যা যাতে না হয় সেদিকে কড়া নজর দিতে হবে সংশ্লিষ্ট দুই সরকারকে। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.