ETV Bharat / state

Year Ender 2022: রাজনীতি থেকে দুর্নীতি, বাইশে রাজ্যের সেরা বারো

author img

By

Published : Dec 27, 2022, 9:11 PM IST

ETV Bharat
রাজ্যের উল্লেখযোগ্য কিছু ঘটনা এক ঝলকে

চলতি বছরে একাধিক বড় ঘটনা ঘটেছে রাজ্যে ৷ ঘটনাবহুল ছিল রাজ্য রাজনীতিও ৷ এক নজরে দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য কিছু ঘটনা (Year Ender 2022) ৷

কলকাতা, 27 ডিসেম্বর: শেষ হতে চলেছে 2022 ৷ দরজায় কড়া নাড়ছে নতুন বছর ৷ ইংরাজি ক্যালেন্ডারের পাতা উলটে 2023 আর আগমন এখন সময়ের অপেক্ষা ৷ ফেলে আসা বছরে একাধিক বড় ঘটনা, দুর্ঘটনা, রাজনৈতিক বদল দেখেছে রাজ্য ৷ খুশির খবরের পাশাপাশি, বেশকিছু মন খারাপ করা ঘটনারও সাক্ষী থেকেছেন রাজ্যবাসী ৷ বছরের শেষলগ্নে সময় সারণির পাতা উলটে চোখ রাখা যাক এরকমই কিছু গুরুত্বপূর্ণ খবরে (looking back at a glance at top NEWS Events of 2022 in West Bengal)৷

ETV Bharat
রাজ্যে নিয়োগ দুর্নীতি একের পর এক নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

1. 2022 সালে রাজ্যে সবথেকে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম ছিল রাজ্যে শিক্ষক-সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতি মামলা ও এই দুর্নীতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক মন্তব্য ও নির্দেশ ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশের জেরে রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমেছে সিবিআই, ইডি'র মতো কেন্দ্রীয় সংস্থাগুলি ৷ গ্রেফতার হয়েছেন এসএসসি ও প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক কর্তা-ব্যক্তিরা ৷ গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও ৷ তাঁর নির্দেশেই একদিকে যেমন চাকরি গিয়েছে বেশকিছু অযোগ্য প্রার্থীর, তেমনই চাকরি পেয়েছেন কিছু যোগ্য প্রার্থীও ৷ এই নিয়োগ দুর্নীতির মামলাগুলি এখনও চলছে, তারই মাঝে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন নির্দেশ আজ তাঁকে রাজ্যবাসীর কাছে এক পরিচিত নাম করে তুলেছে ৷

ETV Bharat
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি'র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়

2. রাজ্য রাজনীতির প্রেক্ষিতে এবছরের অন্যতম বড় ঘটনা ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৎকালীন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনা ৷ 23 জুলাই ইডি গ্রেফতার করে তাঁকে ৷ গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও ৷ রাজ্যে এসএসসি ও প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় সিবিআই ও ইডি'র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির হাতে গ্রেফতার হয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মনিক ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিরাও ৷

ETV Bharat
গরুপাচার মামলায় গত 11 অগস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই

3. 2022 সালে রাজ্যে আরও একটি বড় খবর ছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারি ৷ গরুপাচার মামলায় গত 11 অগস্ট তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ এই মামলায় এখনও জামিন পাননি তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷

ETV Bharat
এবছর পৌরনির্বাচনে বিপুল জয় পায় তৃণমূল কংগ্রেস

4. এবছরই অনুষ্ঠিত হয় রাজ্যের 4টি পৌরনিগম ও 108টি পৌরসভার নির্বাচন ৷ শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগর এই চার পৌরনিগমেই জেতে তৃণমূল ৷ অন্যদিকে, 108টি পৌরসভার মধ্যে 102টিতেই জয়ী হয় শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ 4টি পৌরসভার ফল ত্রিশঙ্কু হয় ৷ বামেরা জেতে তাহেরপুর পৌরসভায়, দার্জিলিং পৌরসভার দখল নেয় হামরো পার্টি ৷ এই পৌরভোটের পরেই ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনা ঘটে ৷

ETV Bharat
জগদীপ ধনকড়ের পর রাজ্যের পরবর্তী রাজ্যপাল হয়েছেন সিভি আনন্দ বোস

5. রাজ্য-রাজ্যপাল সংঘাত এই বছর নয়া মাত্রা পায় ৷ চরম পর্যায়ে পৌঁছেছিল প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে নবান্নের বিবাদ ৷ এইরাজ্যকে 'গণতন্ত্রের গ্যাস চেন্বার' বলেও মন্তব্য করেছিলেন ধনকড় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে টুইটারে ব্লক করে দেন ৷ পরে অবশ্য দেশের উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে বাংলা ছাড়েন জগদীপ ধনকড় ৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সিভি আনন্দ বোস ৷

ETV Bharat
এবছরের 21 মার্চ ঘটেছিল বগটুই গণহত্যার ঘটনা

6. এবছরের 21 মার্চ ঘটেছিল বগটুই গণহত্যার ঘটনা ৷ এই নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে ৷ জাতীয় রাজনীতিও সরগরম হয় এই ঘটনায় ৷ রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল গ্রামের একাধিক বাড়িতে ৷ এই ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হয় 10 জনের ৷

ETV Bharat
সিবিআই হেফাজতে 12 ডিসেম্বর মৃত্যু হয় গবটুই গণহত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের

7. অন্যদিকে, এবছরেরই 12 ডিসেম্বর সিবিআই হেফাজতে মৃত্যু হয় বগটুই গণহত্যার ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখের ৷ এই ঘটনায় সিবিআই'য়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিআইডি ৷

ETV Bharat
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অখিল গিরি

8. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্য এবছর রাজ্য ও জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় ছিল ৷ পরে তাঁর মন্তব্যের জন্য অবশ্য দুঃখ প্রকাশ করেন অখিল গিরি ৷

ETV Bharat
ময়নাগুড়ির দোমহনিতে লাইনচ্যুত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস

9. এই বছরের 13 জানুয়ারি ময়নাগুড়ির দোমহনিতে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ৷ মৃত্যু হয় 9 জনের ৷ আহত হন 42 জন ৷

ETV Bharat
আনিশ খান

10. 2022 সালে রাজ্যে আরও একটি বড় ঘটনা ছিল ছাত্রনেতা আনিশ খানের রহস্য মৃত্যু ৷ এই ঘটনার তদন্ত এখনও চলছে ৷

ETV Bharat
দুর্গা প্রতিমার বিসর্দেজন খতে গিয়ে মালবাজারের মাল নদীতে হড়পা বানে আটকে যান বহু দর্শনার্থী

11. 5 অক্টোবর দশমীর দিন মালবাজারের মাল নদীতে বিসর্জন দেখতে গিয়ে হড়পা বানে প্রাণ হারান 8 জন ৷

ETV Bharat
সল্টলেকের একটি পুজো মণ্ডপে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার ভিড়

12. দুর্গা পুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পরে এই বছরই ছিল প্রথম দুর্গা পুজো ৷ আগের 2 বছর করোনা ও লকডাউনের কারণে সেভাবে পুজোয় আনন্দ করতে পারেনি বঙ্গবাসী ৷ এবছর ফের পুরনো ছন্দে ফেরে বাঙালির এই সেরা উৎসব ৷


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.