ETV Bharat / state

কোথায় করাবেন COVID টেস্ট

author img

By

Published : Jul 30, 2020, 2:05 PM IST

Updated : Jul 31, 2020, 7:00 AM IST

রাজ্যে বেড়েছে COVID পরীক্ষার সংখ্যা । কিন্তু আপনার এলাকায় কোথায় কোথায় এই পরীক্ষা হচ্ছে, তা জানেন ? দেখে নিন সেই তালিকা ।

corona
corona

কলকাতা, 30জুলাই : রাজ্যে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সংক্রমণ নিয়ন্ত্রণে নয় । বাড়ছে মৃতের সংখ্যাও । গোষ্ঠী সংক্রমণের কথাও জানিয়েছে রাজ্য সরকার । এই মুহূর্তে প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা । লকডাউনও জারি হয়েছে রাজ্যে । রাজ্যে বাড়ানো হয়েছে COVID পরীক্ষার সংখ্যা । অনেকগুলি সরকারি ও বেসরকারি কেন্দ্রে সোয়াব পরীক্ষা করা হচ্ছে ।

কলকাতার প্রায় 24টি কেন্দ্রে COVID পরীক্ষা করা হচ্ছে । কী কী সেই পরীক্ষা কেন্দ্রগুলি ?

covid
কলকাতায় কোরোনা পরীক্ষাকেন্দ্রের তালিকা
covid
কলকাতার তালিকা

কলকাতার পাশাপাশি জেলাস্তরেও 30টির বেশি কেন্দ্রে COVID পরীক্ষা করা হচ্ছে । কেন্দ্রগুলি হল -

covid
জেলাস্তরে কোরোনা পরীক্ষাকেন্দ্র
covid
জেলাস্তরে কোথায় কোথায় হচ্ছে পরীক্ষা ?
Last Updated : Jul 31, 2020, 7:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.