ETV Bharat / state

Sitaram Yechury at Gandhi Bhavan: গান্ধি ভবনে শ্রদ্ধায় বাধা সীতারাম ইয়েচুরিদের, অভিযোগের তির তৃণমূলের দিকে

author img

By

Published : Jan 30, 2023, 6:03 PM IST

ETV Bharat
গান্ধি ভবনে সীতারাম ইয়েচুরি

সোমবার বলেঘাটার গান্ধি ভবনে (Beleghata Gandhi Bhavan) গান্ধিজিকে শ্রদ্ধা জানাতে যান বাম নেতৃত্ব ৷ সেখানেই তাঁদের কর্মসূচিতে প্রথমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷

কলকাতা, 30 জানুয়ারি: সোমবার জাতির জনক মহাত্মা গান্ধির মৃত্যুদিন ৷ প্রতিবছর 30 জানুয়ারি, গান্ধি হত্যার দিন বেলেঘাটার গান্ধি ভবনে মহাত্মার প্রতি শ্রদ্ধা জানায় বামফ্রন্ট নেতৃত্ব । এবছরও সেই আয়োজন করা হয়েছিল ৷ সোমবার সকালে বামফ্রন্ট নেতৃবৃন্দ শ্রদ্ধা জানাতে যান সেখানে (Mahatma Gandhi death anniversary) । কেন্দ্রীয় কমিটির বৈঠকের কারণে কলকাতায় থাকায় এদিন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও যান সেখানে ।

কিন্তু, অভিযোগ, গান্ধি ভবনের কয়েকজন কর্মীকে দিয়ে গান্ধি মূর্তিতে মাল্যদান কর্মসূচিতে আপত্তি তোলা হয় স্থানীয় তৃণমূল কর্মীদের তরফে । তাঁদের দাবি, বিধায়ক পরেশ পাল যতক্ষণ না মালা দিচ্ছেন ততক্ষণ কেউ মালা দিতে পারবে না । যদিও সে সবকে তোয়াক্কা না-করে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বামফ্রন্ট নেতৃত্ব এদিন মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানান । সীতারাম ইয়েচুরি ছাড়াও গান্ধির মূর্তিতে মাল্যদান করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, সিপিএম নেতা রবীন দেব প্রমুখ ৷

আরও পড়ুন : ভূগোলের ক্লাস থেকে ডেকে ঠাকুরমার মৃত্যু সংবাদ দেন প্রিন্সিপাল, শ্রীনগরে অকপট রাহুল

পরে এই ঘটনার বিষয়ে সিপিএম কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার বলেন,"আজ সকাল দশটায় গান্ধি ভবনে সরকারি অনুষ্ঠান ছিল । আমাদের অনুষ্ঠান ছিল সকাল সাড়ে দশটায় । কিন্তু সকাল দশটার অনুষ্ঠানের আয়োজকরা কেউ ছিলেন না । কিন্তু, আমরা যেতেই বলা হয় বিধায়ক পরেশ পাল যতক্ষণ না মালা দিচ্ছেন ততক্ষন কেউ মালা দিতে পারবে না । আমরা প্রতিবাদ করলে বাধ্য হয়ে পিছু হটে তৃণমূল কর্মীরা ।"

এই প্রসঙ্গে, তৃণমূল বিধায়ক পরেশ পাল ইটিভি ভারতকে ফোনে বলেন, "আমি কলকাতায় নেই । কে বা কারা কী করেছে বলতে পারব না । আমি এ বিষয়ে কিছুই জানি না ।" অন্যদিকে গান্ধিজিকে শ্রদ্ধা জানানোর পর, বেলেঘাটার গান্ধি ভবনে দাঁড়িয়ে সিপিএম’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, "যে আরএসএস গান্ধিকে হত্যা করেছে আজ তারা দিল্লিতে শহিদ দিবস পালন করছে । দেশের বাইরে মহাত্মা গান্ধিকে পূজনীয় বললেও দেশের ভিতর নাথুরাম গডসেকেই পুজো করে বিজেপি-আরএসএস ৷ সারা দেশে ঘৃণার বাতারণ তৈরি করেছে বিজেপি । নতুন প্রজন্মকে আহ্বান জানাচ্ছি সংবিধান বাঁচাতে, দেশের ঐক্য রক্ষা করতে এগিয়ে আসার জন্য ।’'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.