ETV Bharat / state

'পার্শ্ব শিক্ষকদের মৃত্যু চাইছে সরকার', উত্তাল বিধানসভা

author img

By

Published : Dec 6, 2019, 3:10 PM IST

Updated : Dec 6, 2019, 4:01 PM IST

22 দিনে পড়ল পার্শ্ব শিক্ষকদের অনশন অবস্থান । এই বিষয়ে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বাম এবং কংগ্রেস বিধায়করা । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুলতবি প্রস্তাব খারিজ করে দেন ৷ এরপরই উত্তাল হয়ে ওঠে অধিবেশন কক্ষ ।

photo
photo

কলকাতা , 6 ডিসেম্বর : পার্শ্ব শিক্ষকদের অনশন ইশুতে আজ বিধানসভায় বাম ও কংগ্রেস বিধায়করা বিক্ষোভ দেখালেন । সরকার পার্শ্ব শিক্ষকদের মৃত্যু চাইছে বলে অভিযোগ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । আজ 22 দিনে পড়ল পার্শ্ব শিক্ষকদের অনশন অবস্থান । এই বিষয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বাম এবং কংগ্রেস বিধায়করা । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব খারিজ করে দেওয়ায় উত্তাল হয়ে ওঠে অধিবেশন কক্ষ ।

দীর্ঘক্ষণ অধ্যক্ষকে ঘিরে চলে বিক্ষোভ । কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে নিশানা করে কাগজ ছুঁড়তে থাকেন । এরপর বাম এবং কংগ্রেস বিধায়করা ওয়েল থেকে বেরিয়ে লবিতে এসে বিক্ষোভ দেখান । বিধানসভার কার্যবিবরণী কাগজ পুড়িয়ে দেন তাঁরা । বি আর আম্বেদকরের মূর্তির সামনে এসে শোক দিবসের নীরবতা পালন করলেন বাম এবং কংগ্রেস বিধায়করা ।

দেখুন ভিডিয়ো

কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী এবং বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, "সংবিধানের মৃত্যু দিন পালন করছে সরকার । 22 দিন ধরে অনশন অবস্থান করছেন শিক্ষক-শিক্ষিকারা । সরকার তাঁদের মৃত্যু চাইছে । বিধানসভা খেয়াল খুশি মতো চলছে । নির্দিষ্ট কোনও কর্মসূচি নেই বিধানসভায় ৷ RSP বিধায়ক বিশ্বনাথ চৌধুরি জানান, দীর্ঘদিনের বিধায়ক হিসেবে এমন অভিজ্ঞতা কোনওদিন হয়নি । দিশাহীন বিধানসভা চলছে ৷"

Intro:বিধানসভায় আজ বাম এবং কংগ্রেস বিধায়করা যৌথভাবে বিক্ষোভ দেখালেন। ২২ দিনে পড়ল পার্শ্ব শিক্ষকদের অনশন অবস্থান। সরকার পার্শ্বশিক্ষকদের মৃত্যু চাইছে বলে অভিযোগ করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। আজ এই বিষয়ে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বাম এবং কংগ্রেস বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুলতবি প্রস্তাব খারিজ করে দেওয়ায় উত্তাল হয়ে ওঠে অধিবেশন কক্ষ। দীর্ঘক্ষন ধরে অধ্যক্ষকে ঘিরে চলে বিক্ষোভ। কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে নিশানা করে কাগজ ছুড়তে থাকেন।


Body:এরপর বাম এবং কংগ্রেস বিধায়করা ওয়েল থেকে বেরিয়ে লবিতে এসে বিক্ষোভ দেখান। বিধান সভার কার্যবিবরণী কাগজ পুড়িয়ে দেন তারা। লবির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ, এবং বিধান সভার কার্যবিবরণী পুড়িয়ে দিলেন বাম এবং কংগ্রেস বিধায়করা। সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তির সামনে এসে শোক দিবসের নীরবতা পালন করলেন বাম এবং কংগ্রেস বিধায়করা। কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী এবং বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী জানান, সংবিধানের মৃত্যু দিন পালন করছে সরকার। 22 দিন ধরে অনশন অবস্থান করছেন শিক্ষক-শিক্ষিকারা। সরকারের কোন সদিচ্ছা নেই। সরকার চাইছে তাদের মৃত্যু। বিধানসভা খেয়ালখুশিমতো চলছে। নির্দিষ্ট কোনো বিল নেই, কোনো কর্মসূচি না থাকায় বিধানসভা চলছে না গোয়াল চলছে, প্রশ্ন তুলেছেন মনোজ চক্রবর্তী। আরএসপি বিধায়ক বিশ্বনাথ চৌধুরী জানান, দীর্ঘদিনের বিধায়ক হিসেবে এমন অভিজ্ঞতা কোনদিন হয়নি তার। দিশাহীন বিধানসভা চলছে বলে মন্তব্য করেন তিনি।


Conclusion:
Last Updated : Dec 6, 2019, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.