ETV Bharat / state

Maa Fly over : মা উড়ালপুলে বাইক চলাচল বন্ধের প্রস্তাব লালবাজারের

author img

By

Published : Mar 15, 2022, 7:35 PM IST

মা উড়ালপুলে বাইক চলাচল বন্ধ করার জন্য এবার উদ্যোগী হল কলকাতা পুলিশ (Lalbazar Proposes Government to Stop Movement of Bikes in Maa Fly over) । সূত্রের খবর ইতিমধ্যেই সরকারকে একটি প্রস্তাব পাঠিয়েছে লালবাজার ।

Maa Flyover
Maa Flyover

কলকাতা, 15 মার্চ : প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে মা উড়ালপুল (Maa Fly over) ৷ এই উড়ানপুলে একের পর এক দুর্ঘটনা প্রাণ কেড়েছে অনেকের ৷ চিনা মাঞ্জা থেকে শুরু করে, বেপরোয়াভাবে গাড়ি চালানো সবেতেই খবরের শিরোনামে মা উড়ালপুল ৷ এমনকি রাত 10টার পর মা উড়ালপুলে বাইক ওঠা নিষিদ্ধ থাকলেও ওই সময়ের পেরিয়ে যাওয়ার পরেও উড়ালপুলে উঠছে বাইক ।

মা উড়ালপুলে যাতে বাইক চলাচল বন্ধ হয়, তার জন্য এবার উদ্যোগী হল কলকাতা পুলিশ (Lalbazar Proposes Government to Stop Movement of Bikes in Maa Flyover) । লালবাজার সূত্রের খবর ইতিমধ্যেই সরকারকে একটি প্রস্তাব পাঠিয়েছে তারা ।

আরও পড়ুন : Complain On The Mayor's WhatsApp : মেয়রের হোয়াটসঅ্যাপে আসা অভিযোগের নিষ্পত্তিতে নির্দেশিকা জারি কলকাতা পৌরনিগমের

এই প্রস্তাবে লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা শহর থেকে একেবারে বিধাননগর কমিশনারেটের মধ্যে সেতুবন্ধনকারী মা ফ্লাইওভারে প্রায়শই ঘটছে বাইক দুর্ঘটনা । তাছাড়াও অতীতে অনেক বাইক আরোহী বেপরোয়াভাবে বাইক চালানোর জন্য মা উড়ালপুলে দুর্ঘটনায় পড়েছেন এবং মারাও গিয়েছেন ।

আরও পড়ুন : Darjeeling Municipality Chairman : দার্জিলিং পৌরসভার নয়া চেয়ারম্যান রীতেশ পোর্টেল

কলকাতা পুলিশের দাবি, বাইক আরোহীরা তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে শুধুমাত্র যে মা উড়ালপুলের উপরই নির্ভরশীল তেমনটা নয় । বরং শহরের ছোটখাটো ওলিগলি দিয়ে বা বাইপাসের উপর দিয়ে মা উড়ালপুল ব্যবহার না করেও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছান যায় । মা উড়ালপুলে বাইক চলাচল বন্ধ হলে সেখানে দুর্ঘটনা অনেকটাই কম হতে পারে বলে পুলিশের অনুমান । তাই সরকারের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে কলকাতা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.