ETV Bharat / state

Panchayat Elections 2023: কলকাতা পুলিশের একটি থানা এলাকায় 73টি বুথ, অশান্তি এড়াতে সক্রিয় লালবাজার

author img

By

Published : Jul 7, 2023, 9:58 PM IST

Etv Bharat
পঞ্চায়েত নির্বাচনে অশান্তি এড়াতে সক্রিয় লালবাজার

কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত এই পঞ্চায়েত এলাকাগুলিতে কড়া নজর লালবাজারের ৷ এই অংশে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার পাশাপাশি বিশাল সংখ্যক কলকাতা পুলিশের কর্মীরাও মোতায়েন থাকছেন।

কলকাতা, 7 জুলাই: কলকাতা পুলিশের একটি থানার আওতাধীন পঞ্চায়েত নির্বাচনের প্রায় 73টি বুথ। সেটি হল লেদার কমপ্লেক্স থানা। আর কলকাতা পুলিশের থানাগুলির মধ্যে যেহেতু একটি মাত্র থানাতেই পঞ্চায়েত নির্বাচন সরাসরি অন্তর্ভুক্ত, ফলে সেই থানা অঞ্চলে বাড়তি সতর্কতা অবলম্বন করছে লালবাজার।

জানা গিয়েছে, এই থানা এলাকার ভাঙড় বিধানসভার কেন্দ্রের বামন ঘাটা, বেত্ততা 1 এবং 2 এবং তারদহ, এই চারটি গ্রাম পঞ্চায়েতের মোট 41টি ভোটগ্রহণ কেন্দ্রের 73টি বুথে এবারে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। এই বিধানসভার অপর একটি অংশ পড়ে যাচ্ছে বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত ভাঙড় এবং কাশিপুর থানার অন্তর্গত। ফলে এই অংশে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার পাশাপাশি বিশাল সংখ্যক কলকাতা পুলিশের কর্মীরাও মোতায়েন থাকছেন।

লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত এই পঞ্চায়েত এলাকাগুলিতে রাখা হচ্ছে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার গোয়েন্দাদেরও। পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার দিন ভাঙড়ের একাধিক অংশ উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল এবং আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা সামনে আসে, যার ফলে তিনজনের মৃত্যু হয়।

নির্বাচনের দিন যাতে এই এলাকায় কোনওরকমের উত্তেজনা না-ছড়ায়, তার জন্যই আগে থেকে কলকাতা পুলিশের বাহিনীকে সেখানে মোতায়েন করা হয়েছে। কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত যে সকল অংশ পঞ্চায়েত এলাকার অধীনস্ত সেখানে পুলিশ কর্মীরা টহল দিচ্ছেন। পঞ্চায়েত নির্বাচনের জন্য কলকাতা পুলিশের 12 হাজার বাহিনীর মধ্যে সিংহভাগ মোতায়েন থাকবে পূর্ব মেদিনীপুরে।

আরও পড়ুন: তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারের অভিযোগ, রতুয়ায় আটকে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা

জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে কলকাতা পুলিশের 12 হাজার পুলিশকর্মীকে মোট 10টি জায়গায় কাজে লাগানো হচ্ছে। এই দশটি জায়গার মধ্যে অন্যতম হল পূর্ব মেদিনীপুর জেলা। প্রত্যেকটি বাহিনীর মাথায় থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশকর্মী । সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশকর্মীকে সাহায্য করবেন একজন করে ইন্সপেক্টর ইনচার্জ বা অফিসার ইনচার্জ পদমর্যাদার পুলিশকর্মী । লালবাজার সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের পরেই হাওড়ার গ্রামীণ এলাকায় একাধিক স্পর্শকাতর ভোটকেন্দ্রে বড় দায়িত্ব পেয়েছে কলকাতা পুলিশের বাহিনী । হাওড়ার গ্রামীণ এলাকার পর কলকাতা পুলিশের বাহিনী যথেষ্ট পরিমাণে মোতায়েন থাকছে যথাক্রমে কৃষ্ণনগর জেলা পুলিশ, রানাঘাট পুলিশ জেলা, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, বারুইপুর পুলিশ জেলা এবং বসিরহাটে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.