ETV Bharat / state

Kolkata Shootout : মিন্টো পার্ক গুলিকাণ্ডে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের চেষ্টা

author img

By

Published : Sep 13, 2021, 5:27 PM IST

রবিবার রাতে শেক্সপিয়র সরণি থানা এলাকায় দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনার সিসিটিভি ফুটেজ এবার গোয়েন্দাদের হাতে ৷ ঘটনার নেপথ্যে কি ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনও কারণ ? খতিয়ে দেখছে পুলিশ ৷

গুলি
গুলি

কলকাতা, 13 সেপ্টেম্বর : মিন্টো পার্ক গুলিকাণ্ডে রাস্তার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে ৷ সেখানে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর গাড়ি ঘিরে গুলি চালায় । তবে লালবাজার সূত্রে খবর, সিসিটিভিতে যে ক'জনকে দেখা যাচ্ছে তাদের মুখ অস্পষ্ট । আহত ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এই গোটা ঘটনার নেপথ্যে কারা থাকতে পারে তা জানার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দারা ।

প্রসঙ্গত, রবিবার রাতে শেক্সপিয়র সরণি থানা এলাকার মিন্টো পার্কের কাছে গোর্কি সদনের সামনে হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিংকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । সূত্রের খবর, প্রথমে ঘিরে ফেলা হয় ব্যবসায়ীর গাড়ি । এরপর বেশ কিছুক্ষণ ধরে বচসা চলার পর হাতাহাতি শুরু হয় ৷ এরই মধ্যে সুযোগ বুঝে পঙ্কজকে লক্ষ্য করে গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা ।


খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । জানা গিয়েছে, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই হামলা । ওই ব্যবসায়ী সিএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন । তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গুলিবিদ্ধ পঙ্কজ সিং হাওড়ার একজন বড় ব্যবসায়ী ৷ রবিবার রাত 1টা নাগাদ হাওড়া থেকে কয়েকজন বন্ধুকে নিয়ে অপর কোনও এক বন্ধুর বাড়িতে আসেন পঙ্কজ সিং । এরপর সেখান থেকে বাড়ি ফেরার সময় গোর্কি সদনের সামনে এজেসি বোস রোড ফ্লাইওভারের নিচে সিগন্যালের কাছে এসে দাঁড়ায় পঙ্কজবাবুর গাড়ি । সেখানে আচমকাই সেই গাড়ি ঘিরে ফেলে চার থেকে পাঁচটি বাইক । তারপরই এই ঘটনা ঘটে ৷

আরও পড়ুন : Kolkata Shootout : শহরে রাতের অন্ধকারে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.