ETV Bharat / state

Kunal on Justice Gangopadhyay: ধুতি-পাঞ্জাবীতে 'শূন্য'র ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিচারপতি গঙ্গোপাধ্যায়, তীব্র কটাক্ষ কুণালের

author img

By

Published : Jun 18, 2023, 5:15 PM IST

হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসেই দেখা গিয়েছিল সাদা খাতা জমা, শূন্য পেয়েও চাকরি করার একাধিক নজিরের নমুনা ৷ খোদ বিচারপতির করা একের পর এক মন্তব্যে রাজ্যের শাসকদল এবং রাজ্য সরকারও যথেষ্ট বিপাকে পড়েছিল ৷

Etv Bharat
ধুতি পাঞ্জাবীতে শূন্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিচারপতি

কলকাতা, 18 জুন: কলকাতা হাইকোর্টে 'শূন্য'কে কেন্দ্র করে প্রবল বেগে ঘুরপাক খেয়েছে রাজ্য-রাজনীতি ৷ একাধিক দফতরের নিয়োগ দুর্নীতি থেকে যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করে বেআইনি নিয়োগ, সবেতেই হাইকোর্টের বিচারপতিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে ৷ এর মধ্যে অবশ্যই বেশি নজর কেড়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ৷ আর এই সব দুর্নীতি মামলার সওয়াল-জবাবে উঠে এসেছে 'শূন্য' শব্দবন্ধটি ৷ এবার সেই 'শূন্য'-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ! যা নিয়ে বিচারপতিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷

হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসেই দেখা গিয়েছিল সাদা খাতা জমা, শূন্য পেয়েও চাকরি করার একাধিক নজিরের নমুনা ৷ খোদ বিচারপতির করা একের পর এক মন্তব্যে রাজ্যের শাসকদল এবং রাজ্য সরকারও যথেষ্ট বিপাকে পড়েছিল ৷ এবার তারই পালটা অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে বিঁধলেন কুণাল ঘোষ ৷ আদতে একটি বুটিকের বিজ্ঞাপনে দেখা গিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে ৷ ঘটনাচক্রে সেই বুটিকের নাম 'শূন্য' ৷ ধুতি-পাঞ্জাবীতে আদ্যপান্ত বাঙালি সাজে দাঁড়িয়ে আছেন বিচারপতি ৷ আর সেই ছবি পোস্ট করে বুটিক সংস্থার তরফে লেখা হয়েছে, "বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে এক্সক্লুসিভ ক্রিয়েশনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷" আর এই ছবি এবং বক্তব্য়ের পরই কার্যত ফোঁস করে উঠেছে তৃণমূল কংগ্রেস ৷

এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে চরম কটাক্ষ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে ৷ তিনি লেখেন, "অপূর্ব। বিচারপতিরা আর কী কী করেন দেখি।" এখানেই শেষ নয়, বলিউডের একটি সিনেমার প্রসঙ্গে তুলে কুণাল আরও লেখেন, "জলি এলএলবি'র বিচারক সৌরভ শুক্লা যেন মেয়ের জন্য কোন ব্র্যান্ড খুঁজছিলেন ? শূন্য শব্দটিও ভাল। শূন্যদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ৷ কারা যেন শূন্য?" রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শেষ দুটো লাইন থেকে কুণাল ঘোষের ইঙ্গিত স্পষ্ট ৷ অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি কুণাল ঘোষ ঘুরিয়ে বলতে চেয়েছেন, আদতে রাজ্যে বামেদের প্রতিনিধিত্ব করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ? যদিও তা স্পষ্ট করেননি তৃণমূল মুখপাত্র ৷

আরও পড়ুন: রাজ্যপাল কি সরকারি টাকায় কোট-সানগ্লাস কিনেছেন ? প্রশ্ন কুণালের

অন্যদিকে, বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে আক্রমণ এই প্রথম নয় ৷ এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে বিচারপতিকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব ৷ অভিষেক মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর সোশাল মিডিয়াতে যা নিয়ে সোচ্চার হয়েছিলেন তৃণমূলের ছোট-বড়-মাঝারি নেতারা ৷ ব্যক্তিগত স্তরে গিয়েও বিচারপতিকে আক্রমণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল ৷ এবারও তেমনটাই হয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.