Kunal Ghosh: 'বড় কোনও চক্রান্ত হচ্ছে', বিজেপির 'ডিসেম্বর-দাবি' প্রসঙ্গে কুণাল

author img

By

Published : Oct 11, 2022, 8:26 AM IST

Kunal Ghosh
ETV Bharat ()

13 সেপ্টেম্বর রাজ্যে বিজেপির নবান্ন অভিযান ছিল ৷ তারপর থেকে নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারী বিভিন্ন জনসভায় ডিসেম্বরে পরিবর্তনের কথা বলেছেন (BJP warns Mamata Government) ।

কলকাতা, 11 অক্টোবর: এ বছরের ডিসেম্বরে বদলে যাবে সবকিছু ৷ বিজেপির পক্ষ থেকে এই হুঁশিয়ারি একাধিকবার শোনা গিয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে বলতে শোনা গিয়েছিল, "ডিসেম্বর আসুক, সব দেখতে পাবেন"। এখানেই শেষ নয়, মুখ খুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও । তিনিও বলেছিলেন "ডিসেম্বরের সরকারের ডুগডুগি বাজাবো"। বাংলা মানুষের জন্য কী অপেক্ষা করছে এই ডিসেম্বরে ? সেই নিয়ে আরেকবার গেরুয়া শিবিরকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ । তাঁর কথায় ডিসেম্বরের এই মন্তব্যকে কেন্দ্র করে বড় কোনও চক্রান্ত করছে বিজেপি (TMC leader Kunal Ghosh over BJP December comment) ।

এই 'ডিসেম্বর' নিয়ে সোমবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, "বিজেপি 24-এ ক্ষমতায় আসার জায়গায় নেই । তাই নখ দাঁত বের করে সরকারকে বিরক্ত করার চেষ্টা করছে । হাঁটু কাঁপছে । তাই বড়-বড় কথা বলছে । ওরা বারবার ডিসেম্বরের কথা বলছে । তার মানে কোনও বড় চক্রান্ত হচ্ছে । যার সঙ্গে গণতন্ত্রের কোনও সম্পর্ক নেই । চক্রান্তের সম্পর্ক । এরা জনভিত্তিহীন নেতা । বাংলার মানুষ চক্রান্ত রুখবে ।"

আরও পড়ুন: 'ডিসেম্বরের পরে এই সরকার চলবে না, চলতে দেওয়া হবে না', হুংকার শুভেন্দুর

এরপর নিশীথ প্রামাণিকের দলবদল প্রসঙ্গের মন্তব্যকে টেনে তিনি বলেন,"একুশের নির্বাচনের মুখেও তো এই কথাগুলো শুনেছিলাম । রোজ যোগদান মেলা হয়েছে । যাঁরা গিয়েছিলেন তাঁরা তো ফিরে আসছেন । বিজেপিকে বুঝতে হবে নিজেদের কর্মীদের চাঙ্গা রাখতে এগুলো বলতে হবে ।"

প্রসঙ্গত উল্লেখ্য সেপ্টেম্বরের নবান্ন অভিযানের দিন পূর্ব মেদিনীপুর জেলার 41 নম্বর জাতীয় সড়কে সোনাপেত্যা টোলপ্লাজার কাছে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে তমলুক সংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে টোলপ্লাজা থেকে রাধামণি বাজার পর্যন্ত একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয় । মিছিলে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মিছিল শেষে একটি পথসভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি সরকারের উদ্দেশ্যে জানান, ডিসেম্বর মাসের পর আর এই সরকার চলবে না । সরকারকে চলতে দেওয়া হবে না ।

আরও পড়ুন: মালবাজারের ঘটনা ম্যানমেড, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.