ETV Bharat / state

Kunal Slams Suvendu: শুভেন্দুর ডেডলাইনের পালটা দিলেন কুণাল, টিয়া পাখিকে দিয়ে ভাগ্য পরীক্ষা করানোর পরামর্শ

author img

By

Published : Jun 28, 2023, 11:00 PM IST

Etv Bharat
তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন কুণাল ঘোষ

শুভেন্দুর ডেডলাইন, পালটা তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন কুণাল ঘোষ ৷ হাতিবাগানের ফুটপাতে টিয়া পাখিকে দিয়ে শুভেন্দুর ভাগ্য পরীক্ষা করানোর পরামর্শ কুণালের ৷

কলকাতা, 28 জুন: বর্তমান রাজ্য সরকারের মেয়াদ আর মাত্র তিন মাস ৷ পূর্ব মেদিনীপুরের পটাশপুরের সভা থেকে এমনই মন্তব্য শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। এখানেই শেষ নয়, ওই সভা থেকেই পঞ্চায়েতের পর আগামী বছর লোকসভায় 36টি আসন জেতার লক্ষ্যমাত্রার কথাও বলেছেন তিনি। এদিনই কলকাতায় বসে তারই পালটা জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক বলেন, "বারবার উনি ডেডলাইন দেন। বিরোধী দলনেতার সেই ডেডলাইন বারবার তো ফেল করে। ওর তো উচিত আগে ফুটপাথে বসে টিয়াপাখি নিয়ে নিজের ভবিষ্যত্‍ যাচাই করা।"

এদিন এই প্রসঙ্গে ঠিক কী বলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ? তিনি বলেন, "শুভেন্দু অধিকারী নামক প্রাণীটি বিজেপিতে যোগ দিয়ে বললেন এবার বিজেপি সরকার আসছে। তারপর থেকে সমানে তিনি একটা করে ডেট দেন, একটা করে মাস আর বছর বলেন, পার হয়ে যায় আবার একটা ডেট দেন। প্রত্যেকবারই তিনি যখন একটা করে ডেট দেন চার পাশে শুনি ব্রেকিং নিউজ। বিস্ফোরক দাবি, চাঞ্চল্যকর দাবি! আরে দাবিটা যে এক্সপায়ার করে যাচ্ছে। যখন এই ভুয়ো জ্যোতিষীর ডেট মেলে না তখন তাঁকে তো কেউ জিজ্ঞাসা করেন না, আপনার ডেট মিলল না কেন। আপনি ফুটপাতে টিয়া পাখি নিয়ে বসে নিজের ভাগ্য পরীক্ষা করান আগে। তারপরে রাজনীতি নিয়ে বলতে আসবেন।"

এখানেই শেষ নয় কুণাল ঘোষ আরও একধাপ এগিয়ে জানান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এইরকম মাঝে মাঝেই ডেডলাইন দেন। আর বারবার তা ফেল করে। এই রকমই একটা নতুন মূলো ফের তিনি ঝুলিয়েছেন বলে দাবি করেছেন কুণাল ৷ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বিরোধী দলনেতা 36 আসনের কথা বলছেন, আগে তিন থেকে চারটে আসন পেয়ে দেখাক ওরা। গো-হারা হারবে ওরা এবার। শুভেন্দুর নিজের জেলা কাঁথি, তমলুকও এবার হারতে হবে ওদের। বিজেপির যে জেতা আসন ছিল, সেগুলিও এবার হারবে ওরা। আমরা 42 এ 42 এই লক্ষ্য নিয়ে লড়ছি।" তাঁর দাবি, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে শুভেন্দু অধিকারীর। আদি বিজেপির লোকেরা তাঁকে সহ্য করতে পারছে না। সেই জায়গা থেকে মানসিক অবসাদগ্রস্ত হয়ে নজর ঘোরানোর জন্য একটা করে ডেট দিচ্ছেন বলেও জানান কুণাল।

আরও পড়ুন: আদালত নির্দেশ দিক ভোটে জিতলেও তৃণমূলকে ক্ষমতা হস্তান্তর করতে হবে বিজেপিকে, কটাক্ষ কুণালের

এবার প্রবল কটাক্ষের সুরে কুণাল ঘোষ বলেন, "আমি শুভেন্দু অধিকারীকে বলছি হাতিবাগানে একটা লোক বসে। একটা বড় দাড়ি আছে তোতা পাখি নিয়ে বসেন। আমি দেখি দু-চারজন তার কাছে হাত দেখাতেও যায়। আমি বলি কী? ভাই তোমার ভাগ্যটা আগে ওকে দিয়ে দেখিয়ে নাও। তারপর তুমি এ ধরনের কথা বলতে যেও।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.