ETV Bharat / state

Kolkata Drug Smuggling : কলকাতার সিঁথিতে সাড়ে 6 কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার 1

author img

By

Published : Feb 26, 2022, 12:25 PM IST

শহর কলকাতার মধ্যে মাদক পাচারের কথা ছিল ৷ তার আগেই পুলিশের জালে এক ব্যক্তি (Kolkata Drug Smuggling) ৷

Drug Smuggling in Kolkata
কলকাতা থেকে উদ্ধার হল কোটি কোটি মাদক

কলকাতা, 26 ফেব্রুয়ারি : কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্কফোর্স-এর বড় সাফল্য । এবার গোপন সূত্রে খবর পেয়ে খাস কলকাতা থেকে প্রায় সাড়ে 6 কোটি টাকা মূল্যের মাদক-সহ একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দারা । ধৃতের নাম প্রাণ বসাক, বয়স 46 ৷ তাঁর বাড়ি ঝাড়খণ্ড এলাকায় । এর সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার চেষ্টা করছেন গোয়েন্দারা । তবে মাদকটি কী ধরনের তা জানা যায়নি ৷ পরীক্ষার জন্য তা পাঠানো হবে (Kolkata Police Task Force arersts one person over drug smuggling) ৷

আরও পড়ুন : siliguri police raid at noukaghat : শিলিগুড়িতে পৌরনির্বাচনের আগে পুলিশি অভিযান, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র-মাদক

লালবাজার সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে তাদের কাছে খবর ছিল জাতীয় সড়ক হয়ে কলকাতার সিঁথি থানা এলাকায় এক ব্যক্তি কোটি কোটি টাকা মূল্যের মাদক নিয়ে আসবে । সেই মতো স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে সাদা পোশাকে আগেভাগেই হাজির হয়ে যায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্কফোর্স গোয়েন্দারা । শনিবার ভোররাতে সিঁথি এলাকা থেকে ওই ব্যক্তিকে তারা হাতেনাতে গ্রেফতার করে ।

ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া এই মাদকের ওজন প্রায় 1.341 কেজি । যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় 6.7 কোটি টাকা । ধৃতকে আজই এনডিপিএস আদালতে পেশ করা হবে । তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.