ETV Bharat / state

উৎসবের মুখে সংক্রমণ রুখতে কড়া কলকাতা পুলিশ

author img

By

Published : Oct 13, 2020, 3:10 PM IST

Kolkata police
Kolkata police

কড়া পদক্ষেপ করছে পুলিশ । প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 23 জনকে । স্বাস্থ্যবিধি অমান্য করার জন্য গ্রেপ্তার করা হয়েছে আরও 51 জনকে ।

কলকাতা, 12 সেপ্টেম্বর : চলছে সরকারি-বেসরকারি বাস । চলছে ক্যাব, ট্যাক্সি ও অটো । খুলেছে সব ধরনের অফিস । পুজোর কেনাকাটায় ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ । উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে শহর কলকাতা । এর ফলে কোরোনার সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা । তাই তৎপর কলকাতা পুলিশ । সংক্রমণ রোধে কলকাতার বাসিন্দারা স্বাস্থ্যবিধি মানছে কি না সেদিকে কড়া নজর রাখছে তারা । আর তাই মাস্ক না পরলেই গ্রেপ্তার করা হচ্ছে ।

কলকাতায় কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে । স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, রাজ্যে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ । সংক্রমণ ঠেকাতে মুখ্যমন্ত্রী আরও একবার মনে করিয়ে দিয়েছেন স্বাস্থ্যবিধি মানার কথা । তারপরও একশ্রেণির মানুষ অপ্রয়োজনে বেরিয়ে পড়ছে রাস্তায় । অনেকেই ব্যবহার করছে না মাস্ক । আর তাই ফের ব্যবস্থা নিতে শুরু করেছে কলকাতা পুলিশ । গতকাল সন্ধ্যা ছ'টা পর্যন্ত কলকাতায় মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে 131 জনকে । বিভিন্ন এলাকায় মাইকিং করে চালানো হচ্ছে প্রচার । চাওয়া হচ্ছে সকলের সহযোগিতা । বারবার বলা হচ্ছে বাড়িতে থাকার জন্য । সেটাই সংক্রমণ এড়ানোর পথ । কিন্তু তারপরও কন্টেনমেন্ট জ়োনের বাসিন্দারা বেরিয়ে পড়ছেন পথে ।

তাই কড়া পদক্ষেপ করছে পুলিশ । প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 23 জনকে । স্বাস্থ্যবিধি অমান্য করার জন্য গ্রেপ্তার করা হয়েছে আরও 51 জনকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.