ETV Bharat / state

Gold Jewellery Recovered: গাড়ির কাচ ভেঙে চুরি 7 লক্ষ টাকার গয়না, দু’ঘণ্টায় উদ্ধার কলকাতা পুলিশের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 8:10 PM IST

Police Recover Stolen 7 Lakh Rupees Gold Jewellery: 2 ঘণ্টার মধ্যে চুরি যাওয়া 7 লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করে দিল কলকাতা পুলিশ ৷ আজ টালিগঞ্জে শিবমন্দির পুজো মণ্ডপের ভিআইপি গেটের সামনে এই ঘটনা ঘটে ৷ কিন্তু, সিসিটিভি থেকে চোরের খোঁজ পায় পুলিশ ৷ এরপর বমাল-সহ চোর ধরা পড়ে যায় ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 18 অক্টোবর: গাড়িতে 7 লক্ষ টাকার সোনার গয়না ও দামি মোবাইল ফোন রেখে ঠাকুর দেখতে চলে গিয়েছিলেন এক মহিলা ৷ আর চোর বাবাজিও সুযোগের সদ্ব্যবহার করেন ৷ গাড়ির কাচ ভেঙে সেই গয়না ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ৷ কিন্তু, চোরের কপালটাই খারাপ ৷ তার পুরো-কাণ্ডটাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায় ৷ তাই অভিযোগ দায়ের হওয়ার মাত্র 2 ঘণ্টার মধ্যে ধরা পড়ে চোর ৷ ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানা এলাকায় ৷

লালবাজার সূত্রে খবর, মহা চতুর্থীর দিন বেলা 2টো নাগাদ গাড়ি করে প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের বাসিন্দা দেবলীনা বিশ্বাস ঝাঁ ৷ টালিগঞ্জে শিবমন্দির পুজো মণ্ডপের ভিআইপি গেটের কাছে গাড়ি রেখে ঠাকুর দেখতে গিয়েছিলেন তিনি ৷ কিন্তু, প্রতিমা দর্শনের পর ফিরে এসে তিনি দেখেন, গাড়ির একটি কাচ ভাঙা অবস্থায় রয়েছে ৷ আর গাড়ির ভিতরে থাকা ফোন ও গয়না খোয়া গিয়েছে ৷ সঙ্গে সঙ্গে তিনি টালিগঞ্জ থানার দারস্থ হন ৷ সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন ৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গাড়ির ভিতরে 7 লক্ষ টাকার সোনার গয়না ও একটি দামি মোবাইল ফোন রাখা ছিল ৷ গয়নার মধ্যে ছিল এক জোড়া সোনার বালা, দু’জোড়া কানের দুল, দু’টি আংটি, একটি নেকলেস, একটি হার ও একটি লকেট ৷ প্রথমেই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় ৷ সেখানে থাকা এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন ৷ পাশাপাশি, রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ৷

আরও পড়ুন: রাতলামে স্কুটি আরোহীদের কাছ থেকে 8 কোটি টাকার সোনা উদ্ধার

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক গাড়ির কাচ ভেঙে ভিতর থেকে জিনিসপত্র বের করে নিচ্ছেন ৷ সিসিটিভি ফুটেজে থাকা যুবকের খোঁজ শুরু করে পুলিশ ৷ বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে, 2 ঘণ্টার মধ্যে এলাকা থেকেই সুরোজ মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করা হয় ৷ পাশাপাশি তার বাড়ি থেকেই খোয়া যাওয়া সমস্ত সোনার গয়না ও মোবাইল ফোন উদ্ধার করেন তদন্তকারীরা ৷ এই ঘটনায় লালবাজারের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘ঘটনার তদন্তে নেমে আমরা গয়না-সহ চুরি যাওয়া সমস্ত জিনিস প্রায় 2 ঘণ্টার মধ্যে উদ্ধার করে ফেলি ৷ এটা কলকাতা পুলিশের সাফল্য ৷ সারাদিন সাধারণ নাগরিকদের নিরাপত্তা দেওয়াটাই আমাদের কাজ ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.