ETV Bharat / state

Kolkata Dengue Death: ডেঙ্গিতে মৃত্যু পুলিশ আধিকারিকের, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

author img

By

Published : Oct 29, 2022, 10:09 AM IST

Updated : Oct 29, 2022, 10:29 AM IST

রাজ্যে ডেঙ্গি ভয়বাহ আকার ধারণ করছে ৷ কলকাতা-সহ বিভিন্ন জায়গায় রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও । এবার প্রাণ গেল পুলিশ কর্মীর (Police died of Dengue) ৷

Dengue Death
ETV Bharat

কলকাতা, 29 অক্টোবর: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন পুলিশ আধিকারিক ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার এএসআই আধিকারিক উৎপল নস্করের মৃত্যু হয়েছে শনিবার ভোরে ৷ তিনি বাঁশদ্রোণীর বাসিন্দা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 50 বছর ৷ পরিবারের অভিযোগ, প্রথমে এক চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন উৎপলবাবু । ওই চিকিৎসকের গাফিলতিই মৃত্যুর জন্য দায়ী (Kolkata Police Office died in dengue) ৷

গত রবিবার রাতে জ্বর এসেছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির কাছাকাছি এক চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন পুলিশ আধিকারিক । সোমবার তিনি রক্ত পরীক্ষা করেন ৷ তাতে তাঁর প্লেটলেটের (Platelets) সংখ্যা ছিল সাড়ে চার লাখ । বুধবার একধাক্কায় তা কমে দাঁড়ায় সাড়ে তিন লাখে ৷

আরও পড়ুন: ফরাক্কা ব্লকে ডেঙ্গিতে ছাত্রীর মৃত্যু, আক্রান্ত শতাধিক

পরিবারের অভিযোগ, এই পরিস্থিতিতেও ওই চিকিৎসক উৎপলকে হাসপাতালে ভর্তি না করার কথা বলেন ৷ কিন্তু বৃহস্পতিবার তিনি নিজেই আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন । সেখানে তিনি ভালো ছিলেন । তবে শুক্রবার অর্থাৎ গতকাল তাঁর মূত্র বন্ধ হয়ে যায় ৷ সঙ্গে রক্তচাপের সমস্যাও দেখা দেয় । পরে আরও অবনতি হয় পরিস্থিতির । শেষমেশ আজ ভোরে তিনি মারা যান ।

Last Updated : Oct 29, 2022, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.