ETV Bharat / state

Kolkata Police Notice to Suvendu Adhikari: যাদবপুর-কাণ্ডে শুভেন্দু অধিকারীকে নোটিশ কলকাতা পুলিশের

author img

By

Published : Aug 22, 2023, 3:48 PM IST

Notice to Suvendu Adhikari Contact Investigating Officer in Jadavpur Case: যাদবপুর-কাণ্ডে শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় তদন্তকারী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে নোটিশ কলকাতা পুলিশের ৷ যাদবপুর জিআরপি-তে গত 17 অগস্ট মামলাটি দায়ের করছিলেন শুভেন্দু ৷

Kolkata Police Notice to Suvendu Adhikari ETV BHARAT
Kolkata Police Notice to Suvendu Adhikari

কলকাতা, 22 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ দিল কলকাতা পুলিশ ৷ ছাত্র-মৃত্যুর প্রতিবাদে গত বৃহস্পতিবার যাদবপুরে বিজেপি যুব মোর্চার একটি সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তাঁর প্রাণনাশের চেষ্টা ও কালোপতাকা দেখানোর অভিযোগে যাদবপুর জিআরপিতে একটি অভিযোগ দায়ের করেছিলেন শুভেন্দু ৷ সেই মামলাটি কলকাতা পুলিশের কাছে স্থানান্তরিত করছে জিআরপি ৷ সেই মামলার তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে শুভেন্দুকে এই নোটিশ বলে লালবাজার সূত্রে খবর ৷

জানা গিয়েছে, আজ কলকাতা পুলিশের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে বলা হয়েছে ৷ গত 17 অগস্ট বিকেলে শুভেন্দুর উপর একদল ছাত্রের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ তাঁকে কালো পতাকা দেখানো হয় ৷ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সঙ্গে শুভেন্দুর বাকযুদ্ধ শুরু হয় ৷ পরিস্থিতি সামাল দিতে এবং শুভেন্দুকে সেখান থেকে বের করতে, তাঁর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা রাস্তায় নামেন ৷ হামলাকারীদের সঙ্গে তাঁদের হাতাহাতি পর্যন্ত হয় ৷ কোনও মতে, শুভেন্দুকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন: যাদবপুরের হস্টেলে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের, ডামি পুতুল নিয়ে গিয়ে তদন্ত

পরবর্তী সময়ে এই ঘটনায় শুভেন্দু অধিকারী যাদবপুর জিআরপি-তে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেখানে তাঁর প্রাণনাশের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু ৷ তবে, ঘটনাস্থল যাদবপুর থানার অন্তর্গত হওয়ায় রেল পুলিশ অভিযোগটি কলকাতা পুলিশের কাছে পাঠিয়ে দেয় ৷ লালবাজার সূত্রে খবর, সেই প্রেক্ষিতে যাদবপুর থানার আধিকারিকরা অভিযোগ খতিয়ে দেখেন ৷ তার পরেই বিরোধী দলনেতাকে তদন্তের স্বার্থে আধিকারিকদের সঙ্গে দেখা করতে বলা হয়েছে ৷ সেই সূত্রেই তাঁকে এই নোটিশ পাঠানো হয়েছে ৷ যদিও, এ নিয়ে শুভেন্দু অধিকারী বা বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: 'ছেলেও আমার মতোই দোষীদের শাস্তি চায়,' দাবি যাদবপুরকাণ্ডে ধৃত জয়দীপের বাবার

গত 9 অগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান ছাত্রাবাসের তিলতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথমবর্ষের বাংলা বিভাগের পড়ুয়ার ৷ অভিযোগ উঠেছে, নাবালক ওই ছাত্রকে বিবস্ত্র করে ব়্যাগিং করা হচ্ছিল ৷ তবে, সে তিনতলা থেকে ঝাঁপ দিয়েছে, নাকি ফেলে দেওয়া হয়েছে ? তা তদন্ত সাপেক্ষ ৷ তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনী-সহ মোট 13 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.