ETV Bharat / state

"মাস্ক আপ কলকাতা", প্রচার অভিযানে লালবাজার

author img

By

Published : Jul 21, 2020, 9:51 PM IST

“মাস্ক আপ কলকাতা" নাম দিয়ে গতকাল থেকে শুরু হল কলকাতা পুলিশের ব্যাপক প্রচার অভিযান । শহর জুড়ে এই বিষয়ে প্রচার চালাবে দুটি ট‍্যাবলো । পাশাপাশি শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে লাগানো হয়েছে হোডিং ।

kolkata police initiative to mask up kolkata
মাস্ক আপ কলকাতা

কলকাতা, 21 জুলাই : কোরোনার সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ । মাস্কের সঠিক ব্যবহার কোরোনা সংক্রমণ রুখতে পারে অনেকটাই । বারবার প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে প্রচার চালানো হচ্ছে । কিন্তু হেলদোল নেই শহরবাসীর একাংশের । অনেকেই মাস্ক ব্যবহার করছেন না । অনেকে তা ব্যবহার করলেও মাস্ক থাকছে থুতনির নিচে । আর তাই এবার ব্যাপক প্রচার অভিযানে নামল কলকাতা পুলিশ । গতকাল শহরের রাজপথে দুটি সুসজ্জিত ট‍্যাবলোয় প্রচার অভিযান চালায় পুলিশ । যার উদ্বোধন করেন নগরপাল অনুজ শর্মা ।

রাজ্যে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গতকাল স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন, রাজ‍্যে বেশ কয়েক জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে । আগামী দিনে পরিস্থিতি যে আরও খারাপ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না । কিন্তু এর মাঝে শহর কলকাতায় বহু মানুষ রাস্তায় বের হচ্ছেন মাস্ক না পড়েই । যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে । কলকাতা পুলিশ দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে শহরবাসীকে সচেতন করতে । পুলিশের পক্ষ থেকে বিলি করা হয়েছে প্রচুর মাস্ক । কিন্তু তারপরেও হেলদোল নেই শহরবাসীর একাংশের । কিন্তু নাছোড়বান্দা লালবাজার ।

“মাস্ক আপ কলকাতা" নাম দিয়ে গতকাল থেকে শুরু হল ব্যাপক প্রচার অভিযান । শহর জুড়ে এই বিষয়ে প্রচার চালাবে দুটি ট‍্যাবলো । পাশাপাশি শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে লাগানো হয়েছে হোডিং । বিভিন্ন গাড়িতে কলকাতা পুলিশের পক্ষ থেকে মারা হচ্ছে স্টিকার । তাতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক লেখা থাকছে । পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে কলকাতা পুলিশের লোগো লাগানো নতুন এক মাস্ক । সেটিরও উদ্বোধন হল গতকাল । এখন থেকে এই মাস্ক বিলি করবে পুলিশ । পাশাপাশি শহরজুড়ে চালানো হবে ধরপাকড় । সেই কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ ।

কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, “ আগামী কয়েকদিন শহরের বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করবে ট‍্যাবলো । পাশাপাশি বিভিন্ন থানা এবং ট্রাফিক গার্ডের তরফ থেকেও চালানো হবে জোরদার প্রচার । মাস্ক নিয়ে মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি । একদিকে মাস্ক না পড়লে চালানো হবে ধরপাকড় । অন্যদিকে জোরদার চালানো হবে সচেতনতা প্রচার ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.