ETV Bharat / state

CP On Private Bus : বাসের ফিট সার্টিফিকেট যাচাই করে রিপোর্ট জমার নির্দেশ পুলিশ কমিশনারের

author img

By

Published : Feb 6, 2022, 5:39 PM IST

যাত্রী নিরাপত্তায় এবার নয়া নির্দেশিকা দিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল (CP On Private Bus) । বাসযাত্রীদের সুরক্ষার্থে বাসের ফিট সার্টিফিকেট যাচাই করে (must have to check bus's fit certificate) রিপোর্ট দেওয়ার নির্দেশ ২৫টি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জকে ।

bus accident
bus accident

কলকাতা, 6 ফেব্রুয়ারি: গত রবিবার ডোরিনা ক্রসিংয়ে হাওড়া বাঁকড়া-পার্ক সার্কাস রুটের বরযাত্রী বোঝাই মিনিবাস উল্টে যাওয়ার ঘটনার আরও তৎপর প্রশাসন । এবার শহরের রাজপথে চলা বাসের ফিট সার্টিফিকেট পরীক্ষা করে তার রিপোর্ট দিতে হবে ট্রাফিক গার্ডের ইনচার্জদের (must have to check bus's fit certificate) । এইরকমই নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (kolkata police commissioner's order) ।

আরও পড়ুন: Dorina Crossing Accident : সামনে এল ডোরিনা ক্রসিংয়ে বাস দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ

কলকাতা পুলিশের ওই নির্দেশিকাতে উল্লেখ করা হয়েছে, ২৫টি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জকে বাসের ফিট সার্টিফিকেট যাচাই করে রিপোর্ট দিতে হবে । শ্যামবাজার ট্রাফিক গার্ড, শিয়ালদা ট্রাফিক গার্ড-সহ একাধিক ট্রাফিক গার্ডের আওতাধীন বেশকিছু বাস ডিপো এবং বাসস্ট্যান্ড রয়েছে । কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট এবং পরিবহণ দফতরের কর্মীরা বাস ডিপোতে গিয়ে যে সকল বাসের প্রায় ভঙ্গুর দশা এবং ফিটনেসের গাফিলতি রয়েছে, তার একটা তালিকা তৈরি করবে । সেই তালিকায় বাস মালিক ও বাস সম্পর্কিত সমস্ত তথ্য উল্লেখ করতে হবে । এই তালিকাটি ট্রাফিক ডিপার্টমেন্টে জমা দিতে হবে । তারপরেই সমস্ত দিক খতিয়ে দেখে পদক্ষেপ নেবে কলকাতা পুলিশ । নিজের নাম প্রকাশে অনিচ্ছুক শিয়ালদা ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট জানান, এবার শহরে গাড়ির বেপরোয়া গতি এবং দুর্ঘটনা অনেকটাই কম হবে ।

আরও পড়ুন: Kolkata Bus Accident : রাজভবনের কাছে উল্টে গেল বাস, আহত বেশ কয়েকজন

প্রসঙ্গত, গত রবিবার হাওড়ার বাঁকড়া-পার্ক সার্কাস রুটের একটি মিনিবাস মোট 60 জন বরযাত্রীকে নিয়ে ডোরিনা ক্রসিংয়ের কাছে উল্টে যায় । এরপরেই ফরেনসিক বিশেষজ্ঞরা বাসটি পরীক্ষা করে জানান, বাসের টায়ার ফেটে এই দুর্ঘটনা ঘটে । পাশাপাশি বাসটিতে একাধিক প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে । সব মিলিয়ে এই দুর্ঘটনা । এরপরেই শহরের রাজপথে প্রায় ভঙ্গুর বাসগুলির চিহ্নিতকরণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা । তবে এই বাসগুলির রিপোর্ট কলকাতা পুলিশের সদর দফতরে আসার আগে পরবর্তী পদক্ষেপ নিয়ে মুখ খুলতে চাননি উচ্চপদস্থ আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.